Wednesday, 30 September 2015

বলা হয়ে থাকে "Time is the best healer".
এখন সময় আপনাকে কখন সারিয়ে তুলবে সেটা নির্ভর করে আপনার মনের শক্তিমত্তার ওপর। মন খুব বেশি দুর্বল হলে সেরে উঠতে সময় লাগবে আর জোর থাকলে দ্রুতই রোগ্যলাভ করবেন।

Tuesday, 29 September 2015

বাইরে শান্ত শিষ্ট নিরীহ জীব আর ভিতরে তীক্ষ্ণ নখ দন্ত- এইটেই সবচেয়ে ভয়াবহ।
- শরদিন্দু বন্ধ্যোপাধ্যায়
(বহি- পতঙ্গ)

Monday, 28 September 2015

- দূরে সরাচ্ছ।
- আমরা কখনও কাছাকাছি ছিলামই না /
আমি তোমাকে কখনও কাছে টানিই নি /
আমি তোমার কাছে কখনও যেতেই পারিনি
.
( কেউ প্রথম উক্তি টি করলে কি হবে আপনার প্রত্যুত্তর?)

Sunday, 27 September 2015

রাগ না করলে রাগ দেখাবে এমন কেউ একজন থাকতে হয়,
অভিমান না ভাঙালে অভিমান করবে এমন একজন থাকতে হয়...

Saturday, 26 September 2015

You smiled, you spoke, and I believed,
By every word and smile deceived.
Another man would hope no more;
Nor hope I what I hoped before:
But let not this last wish be vain;
Deceive, deceive me once again!

-Walter Savage Landor

যে ছেলের জন্য কেঁদে কেঁদে আরেকটা প্রশান্ত মহাসাগর বানিয়ে ফেলবেন,  সে আপনার এই সমুদ্র হেলায় পাড়ি দেবে নতুন কোন সায়রে পানসি ভেড়াতে।
যে মেয়েটার জন্য বুকের রক্ত ঝরাবেন, সে আপনার সেই রক্ত আলতায় গুলে দু'পা রাঙিয়ে চলে যাবে অন্যের কাছে ...
কাউকে এত্ত ভালবাসতে নেই....

আসলে এমন একজন থাকতেই হয়, যে আপনাকে ভালবাসুক ছাই নাই বাসুক, অন্য কাউকেও বাসবে না। শুধু আপনার সাথে থেকে আপনি যে তাকে প্রচণ্ড রকম বাসেন এইটা হৃদয় দিয়ে বুঝবে, গালে হাত দিয়ে অবাক হয়ে দেখবে তার জন্য আপনার পাগলামিগুলো। মুখে এক চিলতে হাসি নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুয়ে যাবে তার, কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি।
আপনার এত ভালবাসার উৎস খুঁজে না পেয়ে শেষে মাথা চুলকে জিজ্ঞেস করবে, " এইইইই এত্ত এত্ত ভালবাস কি করে? "

"চোখ মনের আয়না" এই তত্ত্ব  বুঝি সবার বেলায় খাটে না। কিছু মানুষের চোখে এত এত মায়া অথচ হৃদয়ে তার চেয়েও বেশী নিষ্ঠুরতা পোষে।
অন্যদিকে কিছু মানুষ হৃদয়ের অসীম মমতা ঢাকতে গিয়ে চোখে কৃত্রিম নিষ্ঠুরতার মুখোশ এটে রাখে। এদের চোখ দেখে আপনি কোনদিন বুঝতেই পারবেন না যে এরা বুকের ভেতর কি পরিমাণ ভালবাসা আর মায়ার আবাদ করছে..

যে তোমার শরীর ছুঁতে ব্যস্ত, সে তো কোন দিন তোমার হৃদয় ছুঁতে পারবেনা। ছোঁবার চেষ্টাই তো করবেনা কখনও.....

Friday, 25 September 2015

চোখে চোখ রেখে অনর্গল মিথ্যে বলতে পারা একটা বিরল প্রতিভা। সবার থাকেনা, যার থাকে সে হাসতে হাসতে যে কারো বুকে ছুরি  বসাতে পারবে....

Thursday, 24 September 2015

ভালবাসার রঙ টা বড় অদ্ভুত।  কখন যে ফিকে হয়ে যায়, আমরা বুঝেই উঠতে পারিনা...

Wednesday, 23 September 2015

আমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে " পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? "
আমি উত্তর দেব "বিশ্বাস"।  হ্যাঁ, অন্য জাগতিক কোন কিচ্ছু নয়। এমনকি অপার্থিব ভালবাসাও নয়। আমি বিশ্বাসের পেছনে ছুটতে রাজি।
কারো ভালবাসা পাবার জন্য,  অর্জিত ভালবাসা ধরে রাখার জন্য যথেষ্ট দায়িত্ববান আমি নাও হতে পারি, কিন্তু অর্জিত বিশ্বাস অটুট রাখবার জন্য আমি ততটুকু সৎ হতে পারব, যতটা একজন মানুষকে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে হতে হবে।
আমি ভালবাসা হারাতেও রাজি, কিন্তু আমার প্রতি কারো বিশ্বাস টুকুকে নয়।

Hope is a good thing. May be the best of things. And no good thing ever dies.
- The Shawshank Redemption

I have to remind myself that some birds aren't meant to be caged... Their feathers are just too bright. And when they fly away the part of you that knows it was a sin to lock them up does rejoice.
But still the place you live in is that much more drab and empty that they're gone.
- The Shawshank Redemption

Sunday, 20 September 2015

যাদের ওপর আমাদের কোন অধিকার নেই। তাদের ওপর অধিকার ফলানোর ইচ্ছেটাই আমাদের সবচেয়ে তীব্র হয়, এবং ইচ্ছে না পূরণ  হবার হাহাকার আর আক্ষেপ টাও ততটাই...

Saturday, 19 September 2015

তোমার প্রতি নিষ্ঠুর হওয়া মানে,
তোমার চেয়ে আমার প্রতি বেশী নিষ্ঠুর হওয়া।

অনেক কিছু জানলেই কিছু না জানার ভান করে বসে থাকা যায়,  থাকাটা সহজ।
কিন্তু সত্যি সত্যিই না জানলে এটা প্রায় অসম্ভব। সব জানার আকুলতায় "জানিনা কিছু" এই ভাব টা ঢেকে রাখা যায় না।

ও আমার গাল দুটো টেনে দিয়ে বলল ,
"ফিরে যে আসিবেনা ভোলো তাহারে,
চাহো তাহার পানে দাঁড়ায়ে যে
দ্বারে। "
আমারও ওকে পংকজ উদাসের থেকে ধার
করে দু লাইন শুনিয়ে দিতে ইচ্ছে করল, "
কি করে আমি বোঝাব আর, কাউকে তো
মন দ্বিতীয় বার, দেবার নেবার নেই
অধিকার, কি করে আমি বোঝাব আর"

ভালবাসতে বাসতে চোখে জল এনে
দেবে, এমন কেউ একজন থাকতে হয়।
" একটা মানুষ এত কি করে ভালবাসে",
এই কথাটা অনুভব করাবার কেউ একজন
থাকতে হয়...

Friday, 18 September 2015

যাকে আমি ডিজার্ভ করিনা তাকে আমি চাইও না।
আমি যাকে ডিজার্ভ করি তাকে না পেলেও চলবে। কিন্তু এমন কাউকে চাই যে অবশ্যই আমাকে ডিজার্ভ করে।

'আমাকে খোঁজো না তুমি বহুদিন -
কতদিন আমিও
তোমাকে
খুঁজি নাকো; - এক নক্ষত্রের নিচে তবু -
একই আলো
পুথিবীর পারে
আমরা দুজনে আছি; পুথিবীর পুরনো
পথের রেখা হয়ে যায়
ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও
একদিন মরে যেতে হয়,
হয় নাকি? - বলে সে তাকাল তার
সঙ্গিনীর দিকে;
আজ এই মাঠ সূর্য সহমর্মী অঘ্রাণ
কার্তিকে
প্রাণ ভরে গেছে।
দুজনে আজকে তারা চিরস্থায়ী
পুথিবী ও আকাশের
পাশে
এবার প্রথম এল মনে হয়- যেন কিছু চেয়ে
কিছু একান্ত
বিশ্বাসে।

-জীবনানন্দ দাশ

Tuesday, 15 September 2015

তাহারেই পড়ে মনে,
ভুলিতে পারি না কোনো মতে।
- সুফিয়া কামাল
( তাহারেই পড়ে মনে)

যতবার তোমাকে "ভালবাসি" বলতে তীব্র ইচ্ছে হয়েছে...
ততবার আমি শব্দটি লিখেছি।
দেয়ালে, কাগজে, ধুলোয়, বাতাসে কখনওবা জলে...
বারংবার.. কিন্তু তোমাকে বলতে যাইনি...

কে জানে গো বারে বারে
কেন স্মৃতি জাগে
ছিঁড়ে যাবে বাঁধা বীণা
বুঝিনি তো আগে....

Monday, 14 September 2015

কেউ কোন একজনকে ছাড়া থাকতেই
পারবেনা এটা খুব হাস্যকর আর নিম্নমানের
একটা চাপাবাজি।
কেউ ইচ্ছে করলেই থাকতে পারে আর
কেউ বা থাকতে বাধ্য হয়। কিন্তু থাকতে
ঠিকই পারে।
প্রথম জন সমস্যা সৃষ্টি করে আর দ্বিতীয় জন
অন্যের সৃষ্টি করা সমস্যা ভোগ করে। এই শুধু
পার্থক্য....

কারো মঙ্গলার্থে যে দীপ
জ্বেলেছিলাম,
অমঙ্গলের আশংকা হলে সে দীপই
আমি আবার অবলীলায় নিভিয়ে
দিতে পারি, পারব...

ইচ্ছে হলেই সহস্রবার "ভালবাসি" বলা
যাবে এমন কেউ একজন থাকতে হয়।
"আমার ভীষণ কষ্ট হচ্ছে" অসংকোচে এই স্বীকারোক্তি টুকু দেয়া যাবে এমন কেউ একজন থাকতে হয়....

ঈশ্বরের সাথে কখনও আমার কথোপকথন
হওয়ার সুযোগ হলে তাকে একটা মাত্র প্রশ্ন করতাম, অবশ্যই তাকে
জিজ্ঞেস করতাম,
"আমি কি কখনো ভাল থাকব? একটুও? "

ইচ্ছে মতন সাধ মিটিয়ে ভালবাসবার কেউ একজন থাকতে হয়..
কারো সব টুকু দায়িত্ব আর যত্নের ভার তৃপ্তি সহকারে নেয়া যাবে এমন যোগ্যতম কেউ একজন থাকতে হয়....

আপনি যার কোত্থাও নেই, যার কাছে আপনার জন্য কোন স্থান ও খালি নেই সেখানে থাকার জন্য আপনি ব্যকুল হয়ে থাকবেন
যে কিনা আপনাকে রাখার জন্য ব্যকুল, আপনাকে ছাড়া যে স্থান শূন্য সেখানে আপনি থাকতে চাইবেন না,

আমার একটা নৌকো হবে কোন একদিন।
ছইবিহীন ছোট্ট ডিঙি নৌকো।
জোৎস্নায় নয়,
উহুম, কুয়াশার ভোরেও নয়...
আমি নৌকোয়  পাড়ি দেব ঘোর বর্ষায়...
অঝোর ধারায় ভিজতে ভিজতে

Sunday, 13 September 2015

পৃথিবীর একটা মাত্র মানুষের কাছেই আপনি স্বেচ্ছায় অসহায়,
যাকে আপনি খুব ভালবাসেন....

একদিন কোথাও যাবো না,
শূন্যস্থানে তুমি কিংবা অন্য কেউ বসে থেকে
বাড়াবে বয়স;
একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে
পূর্ণিমার রাত্রে মরে যাব।
একদিন সারাদিন কোথাও যাব না।
- নির্মলেন্দু গুণ
( পূর্ণিমার মধ্যে মৃত্যু )

Friday, 11 September 2015

Thursday, 10 September 2015

যে বীণা তোমার পায়ের কাছে
বুকভরা সুর লয়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক হরষে—
আকাশেবাতাসে তার সুরের সুরভী!!
ফুলের জলসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায়
তন্দ্রা পাওয়ায়
তব ম্লান ছবি!!
নীরব কেন কবি?
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া
অভিমানে রাতে গোলাপ হায় কাঁদে
তাহারই কি কামনা উদাস এ প্রাতে?
ফিরে সে আসিবেনা, ভোল তাহারে,
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে
অস্ত চাঁদের
বাসনা ভোলাতে
অরুণ অনুরাগে
উদিল রবি!!

যে মানুষ ভেতরে যত বেশি কোমল আর আবেগপ্রবণ, সে বাহিরে তত কাঠিন্য আর দৃঢ়তার আবরণ রাখে...
অগভীর মন আর অনুভূতির মানুষগুলোই
বাহিরে মাত্রাতিরিক্ত আবেগের
খোলস তৈরি করে, আর সেই খোলসের আড়ালে অভিনয় করতে থাকে সমস্তটা উজার করা শুদ্ধতম ভালবাসার।

Samantha, you're all
I'll ever adore
So forgive me, do
If I say to you
What I've said so often before

I love you, Samantha
And my love will never die
Remember, Samantha
I'm a one-gal guy

Together, Samantha
We could ride a star and ride it high
Remember, Samantha
I'm a one-gal guy

And if some distant day
You decided to say
Get along, go away, goodbye
Remember, Samantha

I'm a one-gal guy
Remember, Samantha

Wednesday, 9 September 2015

হাতখানা রাখো ঠিক কপালের 'পরে
বিশ্বাস করো করিনা ছলনা কোনো,
পুড়ছে শরীর অতিলৌকিক জ্বরে
পাষাণ জড়তা ঝেড়ে ফেলে দাও, শোনো:

স্পর্শের চে' পবিত্র কিছু নেই
প্রকৃতির এই পূর্ণ পরিধি জুড়ে
প্রত্যেকে চায় ছুঁতে হোক যেভাবেই
প্রজাপতি আসে ফুলের শরীরে উড়ে।

জল ছুঁয়ে যায় তীরের চিবুজ,  চিল
বাতাসে ডানার ছোঁয়া রেখে ভাসে নীলে।
থেকো না হৃদয়-দরোজায় এঁটে খিল,
ছোঁয়া দিতে দাও তোমার ঠোঁটের তিলে।

ডানা ঝাপ্টায় পাখিটি বুকের ঘরে,
পুড়ে যায় তনু অতিলৌকিক জ্বরে।।
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
( খুঁটিনাটি খুনশুটি ২)

বেদনার রঙ দিয়ে আমি যারে আঁকি
হৃদয়ের রক্ত দিয়ে অামি যারে অাঁকি
আমার কষ্ট দিয়ে,
আমার স্বপ্ন দিয়ে যে আমার নিভৃত নির্মাণ
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
( হে আমার বিষন্ন সুন্দর)

চলে যাওয়া মানেই প্রস্থান নয়- বিচ্ছেদ নয়,
চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী।
চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে
আমার না থাকা জুড়ে।
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
(পশ্চাতে হলুদ বাড়ি পঞ্চাশ লালবাগ)

যদি তোমাদের অনেক শব্দ
আমার জানালায়
এলোমেলো আনন্দের স্পর্শে
আঙুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়।
সারা বেলা বন্ধ জানালা.....

Miles and miles of empty space in between us
A telephone can't take place of your smile
Its not easy when the road is your driver
Honey, that's a heavy load that we bear...

দূরে গেলে কাছে ফেরা সহজ মনে হয়
একবার দূরে গেলে ফেরা সহজ নয়
যদিওবা দূরে যেতে যেতে মনে হয়
ফিরব না হয় যখন আবার আবার মন চায়
একবার দূরে গেলে ফেরা সহজ নয়....

দেখবো দেখাবো পরস্পরকে খুলে
যত সুখ আর দুঃখের সব দাগ
আয় না পাষাণী একবার পথ ভুলে
পরীক্ষা হোক কার কত অনুরাগ।
- হেলাল হাফিজ
(হৃদয়ের ঋণ)

Tuesday, 8 September 2015

জানতে ইচ্ছা করে না এই ব্যপারটা এক রকম
আর জানতে ইচ্ছা করে কিন্তু কিছুতেই
জিজ্ঞেস করতে পারিনা এইটা আবার
পুরো আরেক রকম... এক নয় মোটেই।
দুইটা সম্পূর্ণ আলাদা অনুভূতি।
যাদের দশা দ্বিতীয় অংশটার মত, তাদের
মত দুর্ভাগা খুব কম আছে।
কারণ এদের হয় উভয় সংকট। এরা ভালও
থাকতে পারেনা, ভাল যে নেই সেটা
প্রকাশ ও করতে পারেনা।

Saturday, 5 September 2015

" আমি যে তাকে ভালোবাসি তা
ওর রুপের জন্যও নয়, গুণের জন্যও নয়।
ভালো না বেসে থাকতে পারি না
বলে বাসি। "--
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
(গয়নার বাক্স)

Wednesday, 2 September 2015

কিছু কিছু মানুষ আপনাকে অনুভব
করাবে,  যে আপনি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
ভাব দেখাবে যেন আপনার তুল্য তার
কাছে আর কেউ নয়। কিন্তু আস্তে
আস্তে একদিন গিয়ে টের পাবেন যে
আপনি তার কাছে মোটেও গুরুত্বপূর্ণ
নন....