যদি যেতে চাও, এভাবেই যেও--
ঠিক যেভাবে গেছ
ঠিক যেভাবে, আলগোছে, টের না পাই
দরজা আধখোলা রেখে
ফিরে আসবে ভেবে যেন কোনদিন খিল না দিই।
যেও, যেতেই যদি হয়-- দু চারটা কাপড় ভুল করে
আলনায় ফেলে-- এভাবেই
স্নানঘরে রেখে যেও তোয়ালে
এক জোড়া চপ্পল-- এভাবেই।
দমকা বাতাসও কড়া নাড়ে সময় সময়
কোনও কোনও রাতে এরকমও ভেবে নেব, বুঝি...
Sunday, 2 December 2018
ব্যক্তিগত ব্যাপার- তসলিমা নাসরিন
ভুলে গেছো যাও,
এরকম ভুলে যে কেউ যেতে পারে,
এমন কোনও অসম্ভব কীর্তি তুমি করোনি,
ফিরে আর তাকিও না আমার দিকে,
আমার শূন্যতার দিকে।
আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি
এ আমার জীবন, তুমি এই
জীবনের দিকে আর করুণ করুণ চোখে
তাকিয়ে না কোনওদিন।
ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি
ভুলে না যাই তোমাকে, যেতে না পারি
সে আমার ব্যক্তিগত...
আরও একজন- সৈয়দ শামসুল হক
যেখানেই যাও তুমি, যেখানেই যাও
সঙ্গে যায় আরো একজন;
যদিও অদূরে তবু তার দূরত্ব ভীষণ।
যেখানেই দৃষ্টি দাও, যেখানেই দাও
দৃষ্টি দেয় আরো একজন;
যদিও সুনীল তবু সেখানেই মেঘের গড়ন।
যাকেই যে কথা বলো, যাকেই যে কথা
শুনে যায় আরো একজন;
যদিও নিশ্চুপ তবু অবিরাম পদ্মার ভাঙন।
যেখানেই রাখো হাত, যেখানেই রাখো
রাখে হাত...
নিরুক্তি- সুধীন্দ্রনাথ দত্ত
আমারে তুমি ভালবাসো না ব’লে,
দুঃখ আমি অবশ্যই পাই ;
কিন্তু তাতে বিষাদই শুধু আছে,
তাছাড়া কোন যাতনা, জ্বালা নাই ।।
জনমাবধি প্রণয়বিনিময়ে
অনেক বেলা হয়েছে অবসান ;
বেজেছে ফলে কেবলই বৃথা ব্যথা,
পারিনি কভু করিতে বরদান ।।
এ-ভুজমাঝে হাজার রূপবতী
আচম্বিতে প্রসাদ হারায়েছে ;
অমরা হতে দেবীরা সুধা এনে,
গরল নিয়ে নরকে...
তুলনামূলক হাত- নির্মলেন্দু গুণ
তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর৷
তোমার চুলের ধোয়া জল তুমি যেখানেই
খোঁপা ভেঙ্গে বিলাও মাটিকে;
আমি এসে পাতি হাত, জলভারে নতদেহ আর
চোখের সামগ্রী নিয়ে ফিরি ঘরে, অথবা ফিরি না ঘরে,
তোমার চতুর্দিকে শূন্যতাকে ভরে থেকে যাই৷
তুমি যেখানেই হাত রাখো, যেখানেই কান থেকে
খুলে রাখো দুল, কন্ঠ থেকে খুলে রাখো...
তরুণী সন্ত - হুমায়ূন আজাদ
যেখানে দাঁড়াও তুমি সেখানেই অপার্থিব আলো ।
তুমি হেটে যাচ্ছো,আমি বহু দূর থেকে দেখছি,
তোমার স্যান্ডেল থেকে পুঞ্জ পুঞ্জ জোনাকি শিখার মতো গলে পড়ছে আলো,
কংক্রিট,ধুলোবালি ,ঝড়াপাতা রূপান্তরিত হয়ে যাচ্ছে অলৌকিক হীরে মুক্তো সোনা প্রবাল পান্নায়।
তোমার স্যান্ডেলের ছোঁয়ায় সোনা হয়ে যাওয়া এক টুকরো মাটি...
Wednesday, 28 November 2018
Deadpool 2
Listen to the pain.
It's both history teacher and fortune teller.
Pain teaches us who we are, wade.
Sometimes, it's so bad.
We feel like we are dying.
But we can't really live till we've died a little, can we?...
Wednesday, 14 November 2018
Toni Morrison (The Bluest Eye)
"Love is never any better than the lover.Wicked people love wickedly,violent people love violently,weak people love weakly,stupid people love stupidly,but the love of a free man is never safe.There is no gift for the beloved.The lover alone possesses his gift of love.The loved one is shorn,neutralized,frozen...
Monday, 5 November 2018
Who we are- Tristan Perttyman
I will never, find another, like you
And the airs getting thin
Where the wings meet the wind
We see it, we can feel it and
we know this
I believe in something more
All the days that came before
Led us right to where we are
Right to where we are
It’s all written in the stars
We’ve...
Vermilion Pt 2 - Slipnot
She is everything to me
The unrequited dream
A song that no one sings
The unattainable
She's a myth that
I have to believe in
All I need to make it real
is one more reason
I don't know what to do
I don't know what to do
When she makes me s...
Friends - Leviatatiom Room
She's not a bird you can cage
She'll fly away
And each passing day
She slips aw...
I Love You Like an Alchoholic- The Taxpayers
Seven blocks in,
my fingers brushed your hand
I blushed and you laughed,
but you seemed a little sad
I ain't one to jump a ship,
but I absolutely knew
I was six steps in when I fell into y...
Sunday, 28 October 2018
Midnight Madness- Dragon Force
We will fly tonight towards the angels
See our stars shine bright into the sky
And we will stand tonight and live forever
We're the masters of the stars and of all ti...
Friday, 21 September 2018
On my own- Troyboi
I'd rather be on my own
I'm breaking away,
you're overthrown
Through the nights, through the days
I heard the cries, but you wouldn’t draw my tears aw...
Friday, 14 September 2018
In my head- Peter Manos
I've waited way too long, yeah,
I know you've changed
You have a different face to me
I guess that I was wrong,
I'm the one to blame
And that's a shame you s...
Paper Love- Allie X
All the noise in my ear that I hear about you Pray it can't, pray it don't, pray it won't come true...
Play Me Like A Violin- Stephen
Let the madness slowly undress
Rip the mask off over our heads
We can dive down deeper inste...
Full Moon - The Black Ghosts
In the full moons light
I listen to the stream
And in between the silence hear you calling me
But I don't know where I am and
I don't trust who I've been
But if I come home how will I ever leav...
While My Guitar Gently Weeps- The Beatles
I don't know why nobody told you How to unfold your love
I don't know how someone controlled you
They bought and sold you...
Stairway to Heaven- Led Zeppelin
There's a feeling I get
When I look to the west
And my spirit is crying for leaving
In my thoughts
I have seen Rings of smoke through the trees
And the voices of those who standing looki...
Hello- Lionel richie
long to see the sunlight in your hair And tell you time and time again
how much I care Sometimes
I feel my heart will overflow
Hello, I've just got to let you kn...
Last Christmas
This year, to save me from tears
I'll give it to someone special...
Please Foegive Me- Bryan
So if you're feeling lonely, don't
You're the only one I'll ever want
I only want to make it good
So if I love you,
a little more than I should...
Right Here Waiting for You - Richard Marx
Wherever you go
Whatever you do
I will be right here waiting for you Whatever it takes
Or how my heart breaks
I will be right here waiting for y...
Please Forgive Me- Brayn Adams
So if you're feeling lonely, don't You're the only one I'll ever want I only want to make it good So if I love you, a little more than I should...
Everything I do- Bryan Adams
Look into my eyes
You will see What you mean to me Search your heart
Search your soul
And when you find me there,
you'll search no mo...
Have you ever loved a woman- Brayan Adams
To really love a woman
To understand her
you gotta know her deep inside
Hear every thought
see every dream
And give her wings
when she wants to fly
Then when you find yourself lyin' helpless in her arms
You know ya really love a wom...
How You Remind Me - Nickelback
This is how you remind me
Of what I really am
This is how you remind me
Of what I really ...
I don't wanna live forever - Zayn
Been sitting eyes wide open
behind these four walls,
hoping you'd call
It's just a cruel existence like
there's no point hoping at all...
Dusk Till Down- Zayn
Can you feel where the wind is
Can you feel it through
All of the windows
Inside this ro...
Tuesday, 11 September 2018
She is always a women to me- Billy Joel
she takes care of herself,
she can wait if she wants
She's ahead of her time,
she never gives out and
she never gives in
She just changes her mi...
Killing me softly- Perry como
Strumming my pain with his fingers Singing my life with his words
Killing me softly with his song
Killing me softly with his song
Telling my whole life with his words Killing me softly with his so...
Monday, 10 September 2018
Break My Heart Again- FINNEAS
So go ahead and break my heart again
Leave me wonderin' why the hell I ever let you in
Are you the definition of insanity?
Or am I?
it must be nice
To love someone who lets you break them twi...
When I Need You - Leo Sayer
Miles and miles of empty space in between us
The telephone can't take the place of your smile...
Over and Over- NANA MOUSKOURI
Now just a memory the tears that
I cried
Now just a memory the sighs that I sighed
Dreams that I cherished all have come true
All my tomorrows I give to y...
One of Us - Joan Osborne
What if God was one of us?
Just a slob like one of us
Just a stranger on the bus
Tryin' to make his way hom...
Start a riot- Banners
No surrender, no retreat
I will tear down every wall
Just to keep you warm
Just to bring you home
I will burn this city down for a diamond in the dust
I will keep you safe and sound
when there's no one left to trust
If your world falls apart
I'd start a riot
If night falls in your heart
I'd light the...
Empty- Ray LaMontagne
There's a lot of things
I don't understand
Why so many people lie
It's the hurt I hide that fuels
The fire inside me
Will I always feel this way
So empty, So estrange...
Growing Pains - Maria Mena
But I wanna tell you I got through
The hardest of times on my own
I made some mistakes, I made a few
But I learned that I am strong
And just because it hurts
Doesn't mean it isn't worth it
And even if it stings,
It's just a temporary thing
I'm not saying that changing
Won't cost you love or make you...
Surrender - Natalie Taylor
We let the waters rise
We drifted to survive
I needed you to stay
But I let you drift aw...
Cheers Darling- Damien Rice
What am I darlin'?
A whisper in your ear?
A piece of your cake?
What am I, darli...
I Hate U, I Love U - Gnash
I hate you, I love you
I hate that I love you
Don't want to but
I can't put nobody else above you
I miss you when I can't sleep
Or right after coffee
Or right when I can't eat
I miss you in my front se...
Hurts Like Hell - Fleurie
I don't want them to know the secrets
I don't want them to know the way I loved you
I don't think they'd understand it,
I don't think they would accept me,
I loved and I loved and I lost you....
Far From Any Road- HANDSOME FAMILY
In the hushing dusk,
under a swollen silver moon
I came walking with the wind to watch the cactus bloom
And strange hunger haunted me,
the looming shadows danced
I fell down to the thorny brush and felt the trembling hands
- True Detective...
So Cold - Ben Cocks
It's so quiet here
And I feel so cold
This house no longer
Feels like hom...
Mystery of love- Sufjan Stevens
How much sorrow can I take? Blackbird on my shoulder
And what difference does it make When this love is ove...
Wednesday, 29 August 2018
পৃথিবীতে যতগুলো মানুষ , সুখের ততগুলো সংজ্ঞা ।
পৃথিবীতে যতগুলো মানুষ , সুখের ততগুলো সংজ্ঞা...
Sunday, 12 August 2018
Breathe - Fleurie
I hear the sound, echoes beneath
Angels and skylines meet
And I'm straining to reach
The light on the surface,
light on the other side ...
- Breathe (Fleuri...
Tuesday, 31 July 2018
Saturday, 17 March 2018
The only truth is
The only truth is
"Everything is li...
এই মাতাল হওয়া বাতাস
এই মাতাল হওয়া বাতাস,
এই আগুনে পোড়া ফাগুন
পাতা ঝরা নির্ঝরের দিন
এলোমেলো নিঝুম বিকেল
কারো না থাকার অভিজ্ঞান হয়ে থাকুক,
থাকুক বেঁচে থাকার স্মৃতিস্মারক হয়ে।
তবু সব কিছু অপচয় মনে হয়.....
বিধাতা যখনই যা ভাবেন
বিধাতা যখনই যা ভাবেন,
তখনই তা কারো না কারো নিয়তি হয়ে যা...
কিছু মানুষ কবিতা লেখেনা
কিছু মানুষ কবিতা লেখেনা,
নিজে হয়ে জন্মায়...
সবচেয়ে কঠিন মানুষের মন বোঝা
সবচেয়ে কঠিন মানুষের মন বোঝা।
যদি থাকে, তো।...
পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই
পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই। কিন্তু সেই আপাতঃ অসম্ভব ব্যপারটা যদি ভাল কিছু হয় তবে হয়ত সম্ভব হবার সম্ভাবনা খুব কম। আর যদি খারাপ কিছু হয় তবে হাজার না চাইতেও সেটা হয়ে যাবে।...
মানুষগুলো অদ্ভুত
মানুষগুলো অদ্ভুত,
মূল্য তো দেয়
তবে পাবার আগ পর্যন্ত
বা হারানোর প...
Thursday, 15 March 2018
যার সিঁথির সিঁদুরে তোর নাম
যার সিঁথির সিঁদুরে শুধু তোর নাম
তাকে সিঁদুর পড়ায় অন্যজন...
এজন্মে সে তোর কপালে নেই,
তাইতো অন্য কারও জন্য
কপালে সিঁদুর ফোঁটা আঁকে।...
Saturday, 10 February 2018
কবিতা- লুৎফর হাসান
কে দেবে তোমায় ভিড় ঠেলে এসে নতুন শুদ্ধ দিন
কার কাছে পাবে তোমার জন্য বুক ব্যথা চিনচিন।
কে দেবে তোমায় ঘুম ভাঙা নদী কথার কলস্বরে,
অবুঝ দুপুর দেবে কে তোমার মুঠোতে বন্দী করে।
আর কে দেবে রোদের মেয়ের আঁচলে রাখা ঘুম,
জোনাকির ঠোঁটে কে দেবে তোমায় সন্ধ্যাপাখির চুম।
কে দেবে বলো রাতের নিখাদ অন্ধকারের আলো,
জোছনার...
Monday, 15 January 2018
রাতভোরে বৃষ্টি- ওয়াসিকা নুযহাত
বৃষ্টির জলে তুমি এঁকেছিলে মুখ
লেখা আছে ডায়রীতে রুপোলী অক্ষরে
ছড়ানো গোলাপের পাঁপড়ি
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভোরে ;
সাদা মেঘ নিরুদ্দেশ ,আঁধার আকাশে
দমকা হাওয়ায় ছিল রিমঝিম সুর
সোদা মাটির ঘ্রাণ ,মাতাল চারপাশ
তুমি আমি একাকার ,হৃদয়ে ভাংচুর !!!
লেখা আছে সেই রাত রুপোলী অক্ষরে
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভো...
Wasika Nuzhat
কথা ছিল বৃষ্টি নামলে শ্রাবণসন্ধ্যা গুলো প্রিয় কবিতা হবে
কথা ছিল বৃষ্টির এলে দুটি নিশ্বাসের শব্দ গভীর থেকে গভীরতর হবে
বারান্দায় ঝুলে থাকা বাগানবিলাসে ঝির ঝির বৃষ্টিতে ঝরবে মায়া
মাঝ রাত্তিরে বজ্রপাতের শব্দে একটি মুখ লুকাবে একটি বুকে
পরম বিশ্বাসে ....
কথা ছিল কদম ফুল , কথা ছিল হিজল বন
কথা ছিল হাতে হাত...
বৃষ্টি এলো তাই- ওয়াসিকা নুযহাত
আজ অবেলায় ঝুম
বৃষ্টি নামলো তাই;
আমি আবার সেই
পুরোনো তোমাকে চাই|
হাতের কাজ ফেলে রেখে
দৌড়ে ছুটে এসে
'বৃষ্টি হচ্ছে,চলো ভিজি'
বলবে তুমি হেসে|
মেঘ রঙের শাড়ি আমার,
বৃষ্টি রঙের টিপ;
আগুন লাগা চাউনি তোমার,
হৃদয়ে ঢিপ ঢিপ|
কদম বনের সব খুশবু
মনের উঠোন জুড়ে;
হাওয়ায় হাওয়ায় মুখের কথা
যাচ্ছে দেখো উড়ে |
দুচোখ মেলে...
রুদ্র গোস্বামী
খুব মিষ্টি একটা গল্প
তুই হতেও তো পারতিস
আমার মন খারাপের রাতে
তুই মন জড়িয়ে থাকতিস
তুই থাকতিস
জ্বর মাপতিস
আমার জল গড়ানো চোখে
তুই উৎসব এনে রাখতিস
আমি জাগতাম
রাত জাগতাম
আমি আষাঢ় নিয়ে বসে
তোকে রোদ্দুর বলে ভাবতাম
তুই চিনতিস
জল চিনতিস
তুই ফোঁটায় ফোঁটায় আদর রেখে
উচ্ছাস হয়ে জ্বলতিস
তুই জ্বলতিস
তুই জ্বলতিস
তুই...
শেষ বিকেলের কাব্য- ওয়াসিকা নুযহাত
কাছে যাওয়া ভুল হতে পারে ভেবে,
দাঁড়িয়ে থাকি এখানটায়,
তোমার ওখানে সিঁদুর রঙের দুপুর
আমি আছি পড়ন্ত বিকেল বেলায়।
তুমি এসেছিলে হঠাৎ হাওয়ার মতো
আমার এই বিকেল বেলার রোদ্দুরে,
গোলাপের পাপড়ি উড়িয়ে দিয়ে
ঢেকেছিলে ভালো লাগার চাদরে।
তোমার ছিল নীল আকাশের নীল
আমার শুধু শেষ বিকেলের আলো
তাই দিয়ে কবিতা লিখবে বলে
আমায়...