Thursday, 2 November 2017

What real love is?

What real love is?
It is blind devotion, unquestioning self humiliation, utter submission, trust and believe against you against the whole world, giving up your whole heart to the smiter - as I did?

-Miss Havisham
(Great Expectation)

Wednesday, 1 November 2017

Tuesday, 31 October 2017

আমার চোখে বৃষ্টি ভিজছে খুব __ রুদ্র গোস্বামী।

ভীষণ একলা হয়ে যাচ্ছি আরও দূর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর
আয় একটিবার তুই সন্ধ্যা নামার আগে
আয় একটিবার তুই বুকের বারান্দায়
আয় একটি বার তুই অভিমানে রাগে
আয় একটিবার তুই বাক-বিতন্ডায়
তোকে বুঝতে থাকার চেষ্টায়
আমি পেরুচ্ছি রোদ্দুর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর
আমার চোখে বৃষ্টি ভিজছে খুব
ক্লান্ত পাতায় ঘুমের আফসোস
আয় একটিবার তুই স্বপ্ন দেখার রঙ
আয় একটিবার তুই ঠোঁটের শব্দকোষ
একলা আমার লাগছে ভীষণ ভয়
আমি নিজের কাছেই বাড়াচ্ছি বিস্ময়
তোকে ভুলতে থাকার চেষ্টা
আমার হারিয়ে দিচ্ছে সুর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর

Tuesday, 3 October 2017

যারা ভালবেসে মানিয়ে নেয়

যারা ভালবেসে মানিয়ে নেয়,
তারা মানিয়ে নিতে ভালবাসে।
কিন্তু যারা মানিয়ে নিতে নিতে ভালবাসে,
নিয়তি তাদের মানিয়ে নিতে বাধ্য করে।

কোথায় তুমি

"কোথায় তুমি?
হারিয়ে গেছি।
হারিয়ে গেছি শেষ বিকেলের সূর্য ডোবা অন্ধকারে
হারিয়ে গেছি এই আকাশের মেঘের ভিড়ে
অর্থ ছাড়া অর্থহীনের এই শহরে
হারিয়ে গেছি ট্রাফিক জ্যামের লাল বাতিতে
শুন্য গতির চাকায় চেপে ঘামতে থাকা দুর্গতিতে
হারিয়ে গেছি ছুটতে থাকা সব মানুষের প্রবল ভীড়ে।
হারালে কখন ?
এই কিছুক্ষণ আগেই বোধহয়
না হয় তারও একটু আগে
কি আসে যায় যদি হারাই আরো আগে
কেমন হবে বলতো দেখি হারাই যদি ভবিষ্যতে।
অনেক হলো এবার বলো
এখন তুমি কোন জাগাতে?
এখন আমি তোমার চোখের হাসি মাখা মুগ্ধতাতে
নয়তো তোমার ঠোঁট বাঁকানো বিরক্তিতে
এখন আমি তোমার ফোনের অন্য পাশে
তোমার সাথেই এই পৃথিবীর এক বাতাসে
অনেক হলো এখন বলো ফিরবে কখন?
ফিরতে হবে?

কিছু কিছু বন্ধুত্ব (!!)

কিছু কিছু বন্ধুত্ব (!!) দেখলে সেটাকে বন্ধুর সম্পর্কের চেয়ে মনিব-ভৃত্যের সম্পর্কই মনে হয় বেশী।
লোকে অবশ্য এদের প্রেমিক-প্রেমিকাও ভাবে ।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।
কিন্তু যোগ্যতায় যে আমার সমান ,
সে তো আমার সহচর হবেনা।
সে হবে প্রতিদ্বন্দ্বী।

ঈশ্বরের ছবি আঁকতে ইচ্ছে

ঈশ্বরের ছবি আঁকতে ইচ্ছে হয়েছিল, তিনি পৃথিবী বানালেন।
মুভি বানাতে ইচ্ছে হল,তাই মানুষ সৃষ্টি করলেন....
আর ভিডিও গেম খেলতে ইচ্ছে করলেই দুটো পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।

কেমন লাগে- পুলক অনিল

বুক পকেটেই থাকলো পড়ে কত্ত কী যে লিখেছিলাম,
দেখেও তোমার না দেখাতেই থাকতে একা শিখেছিলাম।
ভালো থেকো, ভালোয় থেকো যেমন তুমি ছিলে আগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!
তোমার রিক্সা যায় উড়ে রোজ
বুকে কাঁপন তুলে
আমার হৃদয় বাঁধা পড়ে
তোমার এলো চুলে!
চুলে হারাই, ভুলে হারাই, ভুলেরা রাত জাগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!
স্নানের ঘরে জলের তোড়ে
কান্নারা যায় মিশে,
কেউ দেখে না, কেউ জানে না
কষ্ট রাখি কিসে!
কষ্ট উড়াই, কষ্ট পুড়াই, দারুণ অনুরাগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!

Monday, 2 October 2017

মিলন গাঙ্গুলী

আইভরির মত বিবর্ণ এই শহরে আমরা হেঁটেছিলাম। পাশাপাশি।
সমুদ্রের নীলাভ রত্নের মত দামি স্মৃতি এখন সেটা
মরচে পরা সুখ দুঃখের কত কথা বলতাম ।
পথ হয়ে যেত স্বপ্নের মত ক্ষণস্থায়ী।
ভিক্ষুক, রুটিওয়ালা, সাধু সন্ত । আর কাঠ ফড়িঙের মত রিক্সা।
পরাজিত ল্যাম্পপোস্টের হলুদ আলোর নীচে দাঁড়িয়ে বলা হয়নি - ভালবাসি।

Tuesday, 8 August 2017

I have need of angels

I have need of angels.
Enough hell has swallowed me for too many years.
But finally understand this- I have burned up one hundred thousand human lives already, from the strength of my pain.

-Antonin Artaud , Lettres à Génica Athanasiou

Sunday, 16 July 2017

Monday, 10 July 2017

খুব বেশী মন খারাপ হলে কল্পনায় চলে যান

খুব বেশী মন খারাপ হলে কল্পনায় চলে যান।
ভেবে নিন পছন্দের মানুষটিরও মন খারাপ কিংবা আপনার ওপর অভিমান।
তার মাথাটা আপনার কাঁধে রেখে কিছুক্ষণ আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিন ।
হয়তবা দেখবেন কল্পনায় তার আর বাস্তবে আপনার, দুজনেরই মন ভাল হয়ে গেছে। 

কিছু মানুষ জীবনে বিষফোঁড়ার মত।

কিছু মানুষ জীবনে বিষফোঁড়ার মত।
থাকলে ব্যথা, ভেঙে ফেলে দিতে গেলে আরও ব্যথা। তবে ঐ ব্যথাটা সহ্য করে একবার যদি ফেলে দেয়া যায় তবে চিরতরে আরাম...  নতুন করে আর না গজানো পর্যন্ত।

Tuesday, 20 June 2017

"যে সাধ্য সাধনায় তোমাকে পেতে হয়,
তার অর্ধেক সাধনায় ভগবান মেলে।"
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Wednesday, 24 May 2017

"তাকে" দেখাটা চোখের শান্তি।

কিছু মানুষ কখনও সামনে গিয়ে দাঁড়ায় না, চোখে চোখ রাখেনা, জীবনে কোন শব্দও বলেনা একবারও।
শুধু দূর থেকে দেখে যায়।
এদের কাছে, "তাকে" দেখাটা চোখের শান্তি।

Saturday, 18 March 2017

আমি চাই আমার সাথে ঠিক এমন একটা মানুষের দেখা হোক,
যার অন্তত ভালবাসবার ক্ষমতাটা আমার সমান,
অন্তত অভিমান ভাঙানোর সামর্থ্যটা ঠিক আমার মত...

Wednesday, 15 March 2017

যাহাকে ভালবাসি সে যদি না বাসে,
এমনকি ঘৃণা ও করে, তাও বোধ করি সহ্য
হয়। কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি
বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল
ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ।
পূর্বেরটা ব্যথাই দেয়; কিন্তু শেষেরটা
ব্যথাও দেয়, অপমানও করে।
- চরিত্রহীন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Thursday, 9 March 2017

সবাই রয়েছে, তবুও কি যেন নেই!
ঘরের আলো কি কোথাও একটু ফিকে?
ছড়ানো খাতায় দু'একটা কথা লেখা
একটি মলিন মুখ জানালার শিকে

- সেই গল্পটা
- আরণ্যক বসু

Wednesday, 8 March 2017

কেউ কেউ ভালবাসা আঁকে,
কেউ ভালবাসা লেখে,
কিংবা গেয়ে শোনায়
কেউ খায়, বেশী হইলে মাথায়ও মাখে।
আর কেউবা শুধুই ভালবাসে।
আমাকে দিয়ে কোনটা হবে বুঝতে পারছিনা...

Sunday, 5 March 2017

আমার আগলে রাখতেই বেশী ভাল লাগে,
আঁকড়ে ধরতে ততটা নয়...

যাহারা পরমাত্মীয় তাহাদের
সঙ্গে সহজভাবের সম্বন্ধ দূর হইয়া গেলে, তাহাদিগকে পরের মত
অনায়াসে ফেলিয়া দেওয়া যায় না,
আবার প্রিয়জনের মতো অনায়াসে তাহাদিগকে গ্রহণ করা যায় না।  তাহাদের সেই অত্যাজ্য আত্মীয়তা অহরহ ভাবের মতো বক্ষে চাপিয়া থাকে।
-চোখের বালি

অনেক মানুষ কে ভালবাসে এমন কাউকে

অনেক মানুষ ভালবাসে এমন কাউকে অনেক ভালবাসতে নেই।
এরা কেন্দ্রে থাকা নক্ষত্রের মত, চারপাশ ঘিরে হাজারও গ্রহ, উপগ্রহ।
না তাকে পুরোটা পাওয়া যায়,
না তার পুরোটা জুড়ে থাকা যায়।
গেলেও হঠাৎ করেই হারিয়ে যাবে এমন সম্ভাবনা থাকে, এবং তা সত্যিও হয়।

মানুষ কেবলই অপাত্রে ভালবাসা ঢালে।

মানুষ কেবলই অপাত্রে ভালবাসা ঢালে।
অতখানি ভালবাসা একদলা মাটির পেছনে দিন, দেখবেন সেটাও কি সুন্দর একটা পাত্র হয়ে গেছে!!

Tuesday, 28 February 2017

পালটে যাচ্ছে ভেতর বাড়ি --
পালটে যাচ্ছে চোখ--
তোমার ঘ্রানে বসাচ্ছে ভাগ-
অন্য কোন লোক।

- সৌমেন অনন্ত

Wednesday, 22 February 2017

যে ভাবে বাঁচি

কখনো অকৃত্রিম ভাবে তুমুল হাসি,
তুখোড় রসিকতায় আশে পাশের
মানুষগুলোকেও শামিল করি হাসির মিছিলে।
.
কখনোবা হাসি-কান্না,
সুখ-দুঃখের মাঝামাঝি জায়গায় থেকে
নিঃশ্বাস আটকে নির্লিপ্ত মুখে
খাবার গিলি, ঘুমোই
সম্পন্ন করি দৈনন্দিন প্রতিটি কাজ।
.
অসহ্য যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে গেলে
আগল খুলে কাঁদি খুব,
টকটকে লাল চোখ
ব্যথায় বন্ধ না হয়ে আসা অব্দি।
কাঁদতে কাঁদতে উদভ্রান্তের মত হাসি ফের...
.
কিন্তু আমি কারো কাছে যাইনা
নাম ধরে ডাকি না কারো...
চেতনে অবচেতনে দগ্ধ হই শুধু,
তবু শীতলতা খুঁজিনা কোথাও।
জমে বরফ হয়ে গেলেও,
উষ্ণতা চাইনি অন্য কারো কাছে।

Tuesday, 21 February 2017

Tuesday, 14 February 2017

বন পলাশের মত-আরণ্যক বসু

ভালবাসা মানে সকালের ট্রেনে ওঠা
ভালবাসা মানে জানালার ধারে সিট
ভালবাসা মানে অপরিচিতের হাসি
ভালবাসা মানে সম্পর্কের ভিত

কাছে থাকবার অন্তবিহীন ছল
দূরে হারালেই ডুবুরির মত খোঁজা
হাতের ছোঁয়ায় বিন্দু চোখের জলে
ভালবাসা মানে একে অপরকে বোঝা

কতবার হল অকারণে ছাড়াছাড়ি
তবুও মাটিতে দুজনের ঘরদোর
তুমি কাছে নেই কিন্তু তোমার কাছে
ভালবাসা কাঁদে বৃষ্টির রাত ভোর

আবার ভাসব বসন্তে বর্ষায়
তোমার শাড়িতে লোটাবে বৃষ্টিফোঁটা
কমলা আলোয় খেলা ভাঙবার খেলায়
দুজনে দেখব আগামী সূর্য ওঠা

কথাগুলো সব সারারাত ঘুমহীন
কথাগুলো চুপ আলো ফোটবার আগে
আকাশের নীচে বন পলাশের মত
ভালবাসা একা শত শতাব্দী জাগে

Monday, 13 February 2017

বিয়ে হচ্ছে এমন এক নিষ্ঠুর রসিকতা

বিয়ে হচ্ছে এমন এক নিষ্ঠুর রসিকতা, যা কোন একজনের কাছ থেকে,
বিশেষ কারো প্রতি থাকা সামান্য পরিমাণ অধিকারটুকুও,
সারাজীবনের জন্য কেড়ে নেবে,
আর কাউকে কিনা সেই "কারো" ওপরেই একেবারে সমস্তটা অধিকার দিয়ে দেবে।

প্রথম জন হৃদয়ের খুব কাছাকাছি ছিল,
কিন্তু দ্বিতীয়জন হয়ত সারাটা জীবনে, শুধুমাত্র শরীরের কাছেই যেতে পারবে।

Friday, 10 February 2017

মনে থাকবে?-আরণ্যক বসু

পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?

বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু'জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক'রে দু'চোখ ভ'রে থাকবো চেয়ে...
মনে থাকবে?

এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডি
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?

পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে,
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে__
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো...
মনে থাকবে?

আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার__
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?

পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গায়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভ'রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
তোমার জলধারা আমার
অহংকারকে ছিনিয়ে নিল।

আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল__
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল
অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই মিলিয়ে নিও!

পরের জন্মে তোমায় নিয়ে...
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে...

অপেক্ষা ঋতুর জন্য

আমি একটি গ্রীষ্মের অপেক্ষায় থাকি
যে গ্রীষ্মের সবটুকু রোদ কেবল আমায় দহন করবে
আমি পুড়ে ছাই হয়ে যাব

আমি অপেক্ষায় থাকি একটি বর্ষার
যার সকল বৃষ্টিবিন্দু
কেবল আমায় সিক্ত করবে
প্রবল বর্ষণে আমি ভেসে যাব

একটি শরতের অপেক্ষায়ও আমি থাকি
যার সকল শুভ্র স্নিগ্ধ মেঘ
শুধু আমার জন্য পুঞ্জীভূত হবে
আগামী বর্ষার বৃষ্টি হবার অপেক্ষায়

হেমন্তের জন্যে আমার আকুলতা নেই
কিন্তু একটি শীতের অপেক্ষায় আমি থাকি
যার সকল কুয়াশা ঝাপসা করে দেবে আমার চোখ
আর কপোলে ঝরে পড়বে
মুক্তো কণার মত অজস্র শিশির বিন্দু হয়ে

অতঃপর আমি একটি বসন্তের অপেক্ষায় থাকি
যে বসন্তের সব ফুল প্রস্ফুটিত হবে
শুধু আমারই জন্যে
আর সকল সৌরভ কেবলই আমার হবে

একা থাকলে আমার যতটা একা একা লাগে, তার চেয়ে অনেক বেশী একা লাগে অনেক মানুষের মধ্যে থাকলে...
কষ্টও হয় কয়েকগুণ বেশী।

অনেকের মধ্যে থাকলেই আমি টের পাই
এত এত মানুষ কিন্তু আমার কেউ না। মানুষের ভিড়ে গেলেই ভেতরটায় প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগতে থাকে। এই জন্যই আমি মানুষ এড়াই, মানুষ ভয় পাই ।

বোধ-পূর্ণেন্দু পত্রী

আমাকে ছুঁয়েছো তুমি
শরীর পেয়েছে প্রিয় রোদ
আমার যা কিছু ভেসে গিয়েছিল
কুয়াশার পারে
সব ফিরে পেয়ে যাব এই তৃপ্তিবোধ
আমাকে করেছে নীল পাখি।

ইচ্ছের দরোজায়-রুদ্র মুহাম্মদ

সব কথা শেষ হলে ফিরে যাবো,
একটি চোখ রেখে যাব শিথানের জানালায়
সব কথা শেষ হলে করাঘাত জাগাবে তোমায়
তুমি এসে খুলবে দুয়ার- দ্যাখা হবে না

প্রেম ভালবাসার দুএক টুকরো-ভাষ্কর চক্রবর্তী

তুমি যে আমার সংগে থাকলে না শেষ পর্যন্ত
সে জন্যে আমি দুঃখিত নই
আমি এখন বৃষ্টির ভাষা বুজতে পারি
রাত্রিবেলার ভাষা বুঝতে পারি
আমি নিজের ভাষায় শান্তভাবে
কাঁদতে পারি এখন

নেই কেন সেই পাখি_নির্মলেন্দু গুণ

দুঃখ সে নয় শুধুই আমার একার,
তোমারও কিছু অংশ আছে তাতে ।
নিবিড়ঘন ব্যথার পাশাপাশি,
তুমিও মিশে আছো আমার সাথে ।
দুঃখ সেও নেশার মতো লাগে
যদি ওটা তোমার দেওয়া হয়,
অন্য যতো দুখের কথা জানি
তার কিছুই চাওয়ার মত নয় ।
তুমি আমার ভিতর বাড়ি চেনো
তাই সহজে প্রবেশ করো মূলে,
যারা আসে সুখের স্মৃতি হতে;
হারায় তারা পথের হুলুস্হুলে।

Wednesday, 8 February 2017

কিছু মানুষ আরেকজনের বুকের ভেতর "অনুভূতির" একটা চারা লাগিয়ে কদিন পর চলে যায়, বলে যায়, এই গাছটা তার আর দরকার নেই।
জেনে যায়, সে না থাকলেও আপনি এই গাছটাকে রোজ পানি দেবেন, বুকের ভেতর অনেকটা জায়গা ছড়িয়ে বাড়তে দেবেন।

কোনদিন তার কাছে গাছটার অস্তিত্ব জানাতে গেলে সে বলে, "আমি তো তোমাকে অত যত্ন দিয়ে গাছটাকে বড় করতে বলিনি। গোড়া সহ কেটে ফেলো কিংবা উপড়ে ফেলে দিলেই পার" :-) :-)
তারা পারে, খুব সুন্দর করে হেসে হেসে তারা বলতে পারে.... কিংবা অকৃত্রিম বিরক্তি আর বিতৃষ্ণা নিয়ে।

যে মানুষগুলো বলে, "I wish, I could disappeare".
সে মানুষগুলা আসলে অলরেডি ডিজঅ্যাপিয়ার্ড"। কারো জীবনেই তাদের কোন অস্তিত্ব নেই। নেই যে সেটা ভাল করে টের পায় বলেই, "নেই হয়ে যাওয়া"র এই প্রার্থনাটা তারা করে।

Monday, 6 February 2017

আমি ডাকলেই কেন পিছু ফের?
ছেড়ে গিয়ে পিছু ডাকা পুরোনো স্বভাব-
চলে গেলে বুঝি-তুমি নাই
হৃদ জুড়ে তীব্র অভাব।
চলে গিয়ে কেন ফিরে আস?
কেন ফের চোখে রাখ চোখ?
জান এই সেই চণ্ডাল আমি
তবু চুম্বনে মোছ
অধরের শোক
- সৌমেন অনন্ত

Saturday, 4 February 2017

তোমাকে আশীর্বাদ করছি

তোমাকে আশীর্বাদ করছি,
তুমি আমার বিকল্প খুঁজে পাবেনা কখনও।

তোমাকে এরপর যে যত ভালইবাসুক,
আমাকে ভেবে তোমার মনে হবে,
"ওর মত অত ভাল তো বাসেনা।"
সে যত ভালই হোক, তুমি ভাববে,
"সেই ওর মত তো নয়",
"কি যেন একটা  নেই,
কোথায় যেন মস্ত ফাঁকি।"
যত ভালবাসাই পাও,
তুমি তাতে তৃপ্তি পাবেনা কোনদিন।

তুমি যত পাবে, তত মনে হবে
তোমার যা পাওয়ার তা তুমি পাওনি।
যা পেয়েছো সব মিথ্যে, ভুল।

আমার জন্য তোমার
বুক ভরে হাহাকার লাগবে,
চেতনে-অবচেতনে।
তুমি জানবে, আমি নেই।
তবু তুমি আমাকে চাইতেও পারবেনা।

আমৃত্যু কখনো যেন,
তুমি আমার বিকল্প খুঁজে না পাও,
অতৃপ্তি যেন থাকে।

তোমাকে ভালোবেসে - জীবনানন্দ দাশ

আজকে ভোরের আলোয় উজ্জল
এই জীবনের পদ্মপাতার জল;
তবুও এ জল কোথায় থেকে এক নিমিষে এসে
কোথায় চলে যায় ;
রাত ফুরুলে পদ্মের পাতায়।
আমার মনে অনেক জন্ম ধরে ছিলো ব্যথা
বুঝে তুমি এই জন্মে হয়েছো পদ্মপাতা;
হয়েছো তুমি রাতের শিশির-
শিশির ঝরার স্বর
সারাটি রাত পদ্মপাতার পর;
তবুও পদ্মপত্র এ জল আটকে রাখা দায়।
নিত্য প্রেমের ইচ্ছা নিয়ে তবুও চঞ্চল
পদ্মপাতায় তোমার জলে মিশে গেলাম জল;
তোমার আলোয় আলো হলাম,
তোমার গুণে গুণ;
অনন্তকাল স্থায়ী প্রেমের আশ্বাসে করূণ
জীবন ক্ষণস্থায়ী তবু হায়।
এই জীবনের সত্য তবু পেয়েছি এক তিল;
পদ্মপাতায় তোমার আমার মিল।
আকাশ নীল, পৃথিবীএই মিঠে,
রোদ ভাসছে, ঢেঁকিতে পাড় পড়ে;
পদ্মপাতার জল নিয়ে তার- জল নিয়ে তার নড়ে;
পদ্মপত্রে জল ফুরিয়ে যায়।

Friday, 3 February 2017

Being any kind of happy is better than being miserable about someone you can't have ever.
- Leah Clearwater
(Breaking Dawn)

Tuesday, 31 January 2017

যে মানুষটা জন্য আপনি অনায়াসে পুরো পৃথিবীটা এড়িয়ে যাবেন, সে মানুষটাই আপনাকে সবচেয়ে বেশী এড়াবে, কারণে অকারণে এড়াবে। দীর্ঘতম সময় ধরে এড়িয়ে যেতেই থাকবে।

Monday, 30 January 2017

মুগ্ধ করার ক্ষমতা অনেকেরই আছে।
কিন্তু তার কাছে সেই মুগ্ধতা প্রকাশ করার পর, একটা ম্যাচিওর রিঅ্যাক্ট কিংবা বিহ্যাভ করার মত যোগ্যতা অধিকাংশেরই থাকেনা

Friday, 27 January 2017

আমি মনে কিছু পুষিয়া রাখিতে চাইনা,
আমি ভুলিতেই চাই, কিন্তু ভুলিতে দেয় না যে
- চোখের বালি

Wednesday, 25 January 2017

বিস্মৃত নাম

আমার কি মনে হয় জানো?
আজ থেকে অনেক অনেক বছর পর, যখন তোমার চাকরি হবে,
সংসার হবে, সন্তান হবে,
নিয়ম করে পাশে শোয়া মানুষটাকে ভালবাসতে হবে,
নিছক দায়িত্বের টানে ফুসরতহীন ব্যস্ততা হবে।
সেইদিন, তোমাকে প্রচন্ড ভালবেসেছে, অকারণে ভালবেসেছে,
সবচাইতে বেশী ভালবেসেছে,
তোমার জন্য বুকের বাঁপাশে
বিশুদ্ধতম অনুভূতি জমিয়ে রেখেছে,
এমন একটা মানুষের খোঁজ করতে গেলে সমস্তটা জীবন হাতড়ে একমাত্র আমার নামটাই তোমার মনে আসবে।
তোমার স্মৃতিতে থাকা সবচেয়ে বিস্মৃত নাম...

Sunday, 22 January 2017

"কেমন আছো" এ বাক্যটি সব সময় শুধু উত্তর জানবার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়না | কখনও কখনও প্রশ্নকর্তা নিজেই ভাল নেই এটা প্রকাশ করবার জন্যেও ব্যবহৃত হতে পারে . . . . .

Saturday, 21 January 2017

ভীষণ রকম মন খারাপ হলে কিংবা অস্থির
লাগলে আমার মাইলের পর মাইল
লক্ষ্যহীন হেঁটে যেতে ইচ্ছে করে ,
নিশিতে পাওয়া মানুষের মত |
সেটা হতে পারে সুনসান পথ
কিংবা হাজার মানুষের ভীড়..

কিছু কিছু মানুষ একান্তই আমার জেনেও তাদের কাছ থেকে দূরে থাকতে ইচ্ছে করে, কিছু জিনিস চাইলেই পাব জেনেও নিতে ইচ্ছে করেনা...

যাকে আমি ডিজার্ভ করিনা তাকে আমি চাইও না।
আমি যাকে ডিজার্ভ করি তাকে না পেলেও চলবে। কিন্তু এমন কাউকে চাই যে অবশ্যই আমাকে ডিজার্ভ করে।

Friday, 20 January 2017

কিছু কিছু মানুষের থেকে দূরে থাকলে কষ্ট লাগে, কিন্তু সাথে থাকলে আরও বেশী কষ্ট লাগে।
কারণ এই মানুষগুলোর সাথে থাকা অবস্থাতেও মাঝে যে বিস্তর দূরত্ব থাকে তা লাগে অসহনীয়।

একটা সহজ জীবনের জন্য যেকোন জটিল পরিস্থিতি মানিয়ে নিতে আমি রাজি, শুধুমাত্র একটা সহজ জীবনের জন্য....

Wednesday, 18 January 2017

কাছে কিংবা দূরে, অবহেলা দুটো অবস্থানেই সমান। কিন্তু কাছে থাকলে টের পাওয়া যায় একটু বেশী, তাই মানুষ দূরে সরে।

Saturday, 14 January 2017

আমাদের কথাগুলো হয়ে গেলে পুরোনো,
শুকোলে গুঁজে রাখা ফুল।
খুঁজে নিও বুক তুমি অন্যকোনো,
ভেবে নিও সব ছিল ভুল
প্রিয় ঠোঁটে মেখে নিও অন্য কারো ঘাম।

Tuesday, 10 January 2017

Pretty Wings- Maxwell

Pretty Wings"

[Verse 1:]
Time will bring the real end of our trial
One day there'll be no remnants
No trace, no residual feelings within ya
One day you won't remember me

Your face will be the reason I smile
But I will not see what I cannot have forever
I'll always love ya, I hope you feel the same

[Hook:]
Oh you played me dirty, your game was so bad
You toyed with my affliction
Had to fill out my prescription
Found the remedy, I had to set you free

Away from me
To see clearly the way that love can be
When you are not with me
I had to live, I had to live
I had to leave, I had to leave

[Chorus:]
If I can't have you, let love set you free
To fly your pretty wings around
Pretty wings, your pretty wings
Your pretty wings, pretty wings around

[Verse 2:]
I came wrong you were right
Transformed your love into light
Baby believe me I'm sorry I told you lies

I turned day into night
Sleep 'til I died a thousand times
I should've showed you
Better nights better times better days
I miss you more and more

[Chorus:]
If I can't have you, let love set you free
To fly your pretty wings around
Pretty wings, your pretty wings
Your pretty wings, your pretty wings around
So pretty wings, your pretty wings around
Your pretty wings, your pretty wings around
So pretty wings, oh, pretty wings around
Pretty wings, your pretty wings around

[Repeat until end:]
Your pretty wings, pretty wings around

Broken Wings - Alter Bridge

[Verse 1]
Fight the fight alone
When the world is full of victims
Dims a fading light in our souls

Leave the peace alone
How we all are slowly changing
Dims a fading light in our souls

[Pre-Chorus]
In my opinion, seeing is to know
The things we hold are always first to go
And who's to say we won't end up alone?

[Chorus]
On broken wings I'm falling
And it won't be long
The skin on me is burning
By the fires of the sun
On skinned knees, I'm bleeding
And it won't be long
I've got to find that meaning
I'll search for so long

[Verse 2]
Cry ourselves to sleep
We will sleep alone forever
Will you lay me down in the same place with all I love

Mend the broken homes
Care for them they are our brothers
Save the fading light in our souls

[Pre-Chorus]
In my opinion seeing is to know
What you give will always carry you
And who's to say we won't survive it too?

[Chorus]
On broken wings I'm falling
And it won't be long
The skin on me is burning
By the fires of the sun
On skinned knees, I'm bleeding
And it won't be long
I've got to find that meaning
I'll search for so long

[Bridge]
Set afree all
Relying on their will
To make me all that I am
And all I'll be

Set afree all
Relying on their will
To make me all that I am
And all I'll be

[Chorus]
On broken wings I'm falling
And it won't be long
The skin on me is burning
By the fires of the sun
On skinned knees, I'm bleeding
And it won't be long
I've got to find that meaning
I'll search for so long

Broken Wings- MR. Mister

Baby, don't understand
Why we can't just hold on to each others' hands
This time might be the last, I fear
Unless I make it all too clear
I need you so, ohh

Take these broken wings
And learn to fly again
Learn to live so free
When we hear the voices sing
The book of love will open up and let us in
Take these broken wings

Baby, I think tonight
We can take what was wrong and make it right, mmm
Baby, it's all I know
That you're half of the flesh
And blood that makes me whole
I need you so

Monday, 9 January 2017

আজকাল সম্পর্কগুলোয় মানুষ (ছেলে মেয়ে উভয়ই) এত বেশী ফ্লার্ট করে,
এত বেশী মিথ্যে আবেগী কথা বলে ইম্প্রেস করার চেষ্টা করে,
যে সত্যি সত্যি ভালবেসে কেউ তার শুদ্ধতম অনুভুতিটা জানালেও, যাকে জানানো হল সে ভাবে It's just fun.

সত্যিই যে কাউকে দেখার জন্য কেউ দীর্ঘসময় অপেক্ষা করতে পারে,
কারোর হঠাৎ একটু করে দূরে সরে যাওয়ায় কেউ সারা রাত অসহ্য বুকে ব্যথায় (একদম শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক স্লো হয়ে যাওয়া) না ঘুমিয়ে কাটাতে পারে,
একটা মানুষ কে কেউ প্রতি ঘন্টায় একবার করে হলেও মনে করতে পারে,
কারো জন্য কাঁদতে কাঁদতে সত্যিই যে চোখ ব্যথা হয়ে যেতে পারে,
তার একটু অচেনা মানুষের মত আচরণে কয়েকবেলার খিদে নষ্ট হয়ে যেতে পারে, প্রচণ্ড অস্থিরতায় উদভ্রান্তের মত লাগতে পারে,
পারে আরো অনেক কিছুই এইসব কথা আজকাল মে বি কেউ বিশ্বাসই করতে পারেনা। যাকে বলা হয় সে হয় অবাক, আর যে বলে সে হয় পুরো বোকা, হাসির পাত্র।

Sunday, 8 January 2017

তব মুখখানি খুঁজিয়া ফিরি গো
সকল ফুলের মুখে,
ফুল ঝরে যায় তব স্মৃতি
জাগে কাঁটার মতন বুকে.....
--কাজী নজরুল ইসলাম

বিকল্প খুঁজে নিতে পারা মানুষদের আমার ঈর্ষা হয়...

Saturday, 7 January 2017

আমরা দুজন ছিন্ন নাটাই, ভিন্ন সুতোয় দুইটি ঘুড়ি
ভিন্ন আকাশ, ভিন্ন ছুতোয়, ভিন্ন চাওয়ায় দুজন উড়ি,
সমান্তরাল দুইটি রেখা দুই কালিতে আমরা টানা
আমরা দুজন থাকবো দুই-ই, এক হবো না, এক হবো না...
- ফয়সাল ফেরদৌস

এমন প্রশ্ন আমি কখনও কাউকে করিনা,
যে প্রশ্নের উত্তর শুনতে আমার খারাপ লাগবে।

আমার রাগ কম না, শুধু রাগ কন্ট্রোল করবার ক্ষমতাটা বেশী....

আমি চোখে অকৃত্রিম বিষাদ নিয়ে,
ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখা কেউ একজন।

যদি বাসোই - তসলিমা নাসরিন

তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি
বাসো,
তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন
সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে
ভালোবাসো!
আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস!
যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না
যে ভালোবাসো!
ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে
একবারও তো বললো না যে ভালোবাসো!
এ কীরকম ভালোবাসা গো! কেবল আমার
সামনেই নাচো!
এরকম তো দুয়োর বন্ধ করে চুপি চুপি তুমি যে
কারও সামনেই নাচতে পারো।
আমি আর বিশ্বাস করছি না, যতই বলো।
আগে আমাকে পাখিরা বলুক, গাছেরা গাছের
পাতারা ফুলেরা বলুক,
আকাশ বলুক, মেঘ বৃষ্টি বলুক, রোদ বলুক চাঁদের
আলো বলুক, নক্ষত্ররা বলুক,
পাড়া পড়শি বলুক, হাট বাজারের লোক বলুক,
পুকুরঘাট বলুক, পুকুরের জল বলুক যে
তুমি ভালোবাসো আমাকে!
শুনতে শুনতে যখন আর তিষ্ঠোতে না পারবো তখন
তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশ
লোককে দেখিয়ে চুমু খাবো, যা হয় হবে।
ভালোবাসা কি গোপন করার জিনিস! দেখিয়ে
দেখিয়েই তো
শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয়।
ভালোবাসা নিয়ে আমরা জাঁকালো উৎসব
করবো, ধেই ধেই নাচবো, নাচাবো,
সুখবর বুঝি আমরা চারদিকে ঢোল বাজিয়ে
জানিয়ে দিই না!
জুইঁফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে
ভালোবাসো, সেদিনই কিন্তু তোমাকে
বলবো যে
তোমাকেও বাসি, তার আগে একটুও নয়।