এই এলোমেলো হাঁটা রাস্তায়
শত ভাবনারা দেয় শাস্তি
মনে পড়ে যায় কোন একদিন
তুইও আমাকে ভালবাসতি
ছিল ভালবাসা, নাকি অভিনয়!
আমি ভেবে ভেবে হই ক্লান্ত
আর হৃদয়টা হয় ব্যথাতুর
চোখে দৃষ্টিটা বিভ্রান্ত...
Thursday, 30 July 2015
Sunday, 26 July 2015
তুমি জানো নাই- আমি তো জানি,
কত টা গ্লানিতে এত কথা নিয়ে,
এতো গান, এত হাসি নিয়ে বুকে
নিশ্চুপ হয়ে থাকি....
--রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বুকের ভেতর জোছনা থাকে মেঘ
শেখাল
চাঁদ শেখাল পুড়তে জানা অসম্ভবে
খুব নীরবে কাঁদছে যেজন ভীষণ তাপে
কে দেখেছে তাহার দহন, কখন কবে?
--সাদাত হোসাইন
Wednesday, 22 July 2015
অনুকাব্য-২১
তুমি আমার ছুঁয়েছো যেই আঁখি
চোখের পাতা বড্ড অধীর পাখি
আলতো ছুঁয়েই সরে গেলে হঠাৎ
সেই ছোঁয়া টা বুকের ভেতর রাখি
রাত বিরেতে বৃষ্টি ভেজায় সঙ্গ দেবার
কেউ একজন থাকতে হয়।
নিজের প্রতি নিয়ম করে অনিয়ম করলে
ঝারি দিয়ে শাসন করবার কেউ একজন
থাকতে হয়....
কিছু কিছু মানুষ সারাজীবন শুধু সকলের
মনোযোগ পেয়ে যায়।
কিন্তু এদের মনোযোগটা কখনই কেউ
পায় না। কারো প্রতি দেবার ইচ্ছেও
হয়না এদের।
এই মানুষ গুলোর সাথে কারো মনের
যোগাযোগ হয় না; কোন মন যোগও হয়
না।
অনেক সৌভাগ্য নিয়েও বড় দূর্ভাগ্যবান
এরা...
কেউ একজন এক পা আগালে, অন্য জন এক
পা পেছায় এবং অন্যজন আরো এক পা
পেছালেই প্রথম জন ফের এক পা
আগাবে।
অবহেলা সর্বদাই দূরত্ব না কখনও কখনও
আকর্ষণ ও বাড়ায়...
আর এ কারণেই পিছিয়ে যাওয়া মানুষ
টার কোনদিন আর সামনে আগাবার ইচ্ছে
হয়না।
আগালেও সেটা পরের ধাপে চার কদম
পেছানোর প্রস্তুতি মাত্র....
একদিন সব কিছু
ছিল তোর ডাক নামে
পোড়ামুখী তবু তোর
ভরলো না মন-
এই নে হারামজাদী একটা জীবন।
--হেলাল হাফিজ
-(সম্প্রদান)
অণুকাব্য-২০
আঁড় চোখেতে তাকাও হেসে
সে হাসি যে সর্বনেশে
মন কিছুতেই চোখ ফেরাতে
চাইছিল না..
আমার তখন মনের মাঝে
মন ছিল না, মন ছিল না....
Friday, 10 July 2015
Wednesday, 8 July 2015
কান্নায় ঝাপসা হয়ে যাওয়া চোখ
দেখেও আপনার জন্যে যার হৃদয় একটু
ভালবাসা আর মমতায় আদ্র
হয়না তাদেরকে চিরতরে ভুলে যাওয়াই
শ্রেয়তম......,
কখনও কোন দুর্যোগে সে পৃথিবী লয় হলে দাঁড়াবার ঠাঁইটুকুও থাকেনা...
অণুকাব্য-১৯
অণুকাব্য-১৮
অণুকাব্য -১৭
আর সেই কৃত্রিম উৎসেরও একটা বিকল্প রাখ |
ছেলেমানুষী আবদার গুলো মেটাবার জন্য কেউ একজন থাকতে হয়...
অণুকাব্য-১৬
প্রথমটিতে কর্তার উদাসীনতা ছাড়া আর কোন প্রতিভার দরকার পড়ে না |
কিন্তু ভুলে থাকতে অভিনয়ে অসাধারণ দক্ষতা থাকা লাগে |
আর কষ্ট কুরুক্ষেত্র জয়ের সমান...
যত্ন আর মায়া না থাকলে সে ভালবাসার কোন মূল্য নেই..... অযথাই..
অণুকাব্য-১৫
আর তা না পাওয়া টা হচ্ছে চিরন্তন বাস্তবতা..
একটা অপ্রয়োজনীয়, অহেতুক, তুচ্ছব্যাপার |
ভালবাসা ছাড়াও এরা দিব্যি বেঁচে থাকতে পারে|
এমনকি কারো প্রচন্ড ঘৃণা নিয়ে ও......
বলিহারি এদের | ঈশ্বর এদের মঙ্গল করুন
কিন্তু পর মুহূর্তেই নিজেকে বলি অন্যের কাঁধের জন্যে অপেক্ষা নয় , নিজের কাঁধটাকে আরো শক্ত কর |
আরো যে অনেক ভার বইতে হবে
অণুকাব্য-১৪
লাগলে আমার মাইলের পর মাইল
লক্ষ্যহীন হেঁটে যেতে ইচ্ছে করে ,
নিশিতে পাওয়া মানুষের মত |
সেটা হতে পারে সুনসান পথ
কিংবা হাজার মানুষের ভীড়..
অণুকাব্য-১৩
তোমার কাউকে দরকার না ই পড়তে পারে কিন্তু কারও হয়ত তোমাকে ভীষণ দরকার হতে পারে বেঁচে থাকবার জন্য.....
ঈশ্বর হয়ত সে জন্যই তোমায় নিশ্বাস নিতে দেবার কৃপাটুকু করছেন
Love Who Loves You back-Tokio Hotel
অণুকাব্য-১২
অণুকাব্য-১১
কিংবা পেছন থেকে হাত টেনে ধরবার.....
কেউ একজন থাকতে হয়
রাগ কিংবা অভিমান করে হাঁটা শুরু করলে
সামনে এসে পথ রোধ করবার কেউ একজন থাকতে হয়
কিংবা পেছন থেকে হাত টেনে ধরবার কেউ একজন থাকতে হয়
অভিমানী অনুযোগ গুলো শুনবার কেউ একজন থাকতে হয়
ছেলেমানুষী আবদার গুলো মেটাবার জন্য কেউ একজন থাকতে হয়
দুঃখ আমি অবশ্যই পাই
কিন্তু তাতে বিষাদ ই শুধু আছে
এছাড়া কোনো যাতনা জ্বালা নাই..
অণুকাব্য-১০
অণুকাব্য-৯
পথ চেয়ে নেই
কি অসাধারন এক দৃশ্যকাব্য..... !
দেখতে ইচ্ছে করে....
এমনটা ভীষন দেখতে ইচ্ছে করে.
অণুকাব্য-৮
অণুকাব্য-৭
অণুকাব্য-৬
Sunday, 5 July 2015
ভীষণ কষ্টেও কেউ না কাঁদলে তার
মানে এই নয় যে সে মানসিক ভাবে খুব
শান্তিতে থাকে আর অতীব সহজে সে
তার অশ্রুধারা বন্দী করে রাখে.....
অতো কষ্ট ভেতরে চাপানো তাও না
কেঁদে বেশ কঠিন.....
পিতৃতুল্য আর পিতার বয়সী এ দু'ধরনের
লোক কিন্তু একই শ্রেণীতে পড়ে না....
পিতৃতুল্য পুরুষ খুব কম লোকেই হতে পারে |
কিন্তু পিতার বয়সী লোক দুনিয়ায় বহুত
আছে.....
যে তোমাকে ছাড়তে প্রস্তুত কিন্তু তবুও
তোমার জন্য নিজেকে একটুও
শোধরাতে রাজি নয় , বুঝে নিও সে
তোমাকে কোনো দিন ভালই বাসে
নি.........
But the matter is some people can discover their speciality and some people can't do it. . .
এমন মানুষের জন্যেও মনের মধ্যে তীব্রতর ভালবাসা থাকতে পারে . . .
গভীর ভাবে ভালবেসে ঠকে যাওয়ার ক্ষেত্রেও অনুরূপ. . .
অসঙ্গতি গুলো খুব ভাল করে অনুভব করতে পারে বলে আর প্রবল বোধ শক্তি আছে বলে .