Wednesday, 1 July 2015

কারো কারো কাছে তার জীবনে আসা সব মানুষগুলোই পাঠ্যবইয়ের মত।
প্রতি বছর পর পর বদলায় আর ভুলে যায় আগের বছর কি পড়া হয়েছিল।
কেউই বিশেষ তালিকায় থাকা গল্পের বইয়ের মত প্রিয় হয় না যে আজীবন তাকে মনে রাখবে...

0 comments:

Post a Comment