Sunday, 5 July 2015

অণুকাব্য-৩


কি আকুতি মেশানো যে ছিল
অপলক দুচোখের তারায়
কি মিনতি করা হয়েছিল
সকরুণ আঁখি জল ধারায়
তোমার তা জানা হল নাতো
তোমার তা না বোঝাই থাক
আমাকেও মোটেও না বুঝে
বাকীটা জীবন কেটে যাক...

0 comments:

Post a Comment