Wednesday, 1 July 2015

খুব প্রিয় কাউকে চিরতরে হারিয়ে ফেলেছি!-
এই অনুভুতিটা বিষক্রিয়ার মত মারাত্মক। 
মুহুর্তে সমস্ত শরীর বিবশ, অসার আর দু'চোখ ঝাপসা করে দেবার জন্য যথেষ্ট... 
খুব দ্রুত সমস্ত মনকে তীব্রতম কষ্টে আচ্ছন্ন করে ফেলে বিষ ছড়িয়ে পড়ার মতই।
বোধশূন্যতায়ও খুব অসহ্য একটা বোধ...

0 comments:

Post a Comment