Friday, 3 April 2020

ডাইনি- পার্থপ্রতিম কাঞ্জিলাল

চাইনি, চাইনি
তবু এলো ডাইনি
বললো সে, কতোকাল
তোকে আমি পাইনি,
মনের মতন তরিযুত ক'রে খাইনি।

খাচ্ছে সে, খাচ্ছে,
বহুরূপী ভগবান নিজেকে বাঁচাচ্ছে,
স্থান-কাল-পাত্ররা সবাই পালাচ্ছে...

রেগেমেগে আমি আর নিজেকে বাঁচাইনি।

0 comments:

Post a Comment