Saturday, 4 April 2020

ঘা খাওয়ার পর- সৃজা ঘোষ

অভিমান গাঢ় হোক তবু উহাদের ক্ষমা করা শ্রেয়।
কতটা রক্তপাত হবে- সে হিসেব ভুলে, পরিমেয়
আঘাতের বালি গেলে ঝরে, ভরসার দিকে নিই চোখ-
ক্ষত শুধু আলগোছে হাসে, বলে 'সকলের ভালো হোক'।

সময় আর সহজাত নয় বিশ্বাসে দাঁড়ানোর কালে
নীতি ঘেঁষে জীবনের গান চুপ করে স্বরলিপি জ্বালে;
কারুকাজ ফুটে উঠে তাতে গান হয় স্বাধীনতাকামী
এইসব ঘা খাওয়ার দিনে মৃদু হাসে অন্তর্যামী।

কিছু জলে চোখ স্নান সারে, কাজে বসে 'নিয়মিত লোক'।
আমি দেখি- তারই দরজায় মিশকালো হয়ে ওঠে শোক।
সংগ্রাম ও কবিতার শেষে মুলতুবি থাক বিশ্বাসী
বুকের অসুখে নিঃস্বতা, তবু যেন ফিরে ফিরে আসি।

যেন শুধু ছায়াপথ ধরে রেখে আসি বঞ্চনাগুলো
যে আগুন তোমাকে জ্বেলেছে তার লাল আজ আমায় ছুঁলো;
ধোঁয়া ওঠা ঘরে বসে দেখি- কিছু ছাই সম্ভবনারও!
সে কঠিনে সকলে খেলেনা, তুমি একা লড়ে যেতে পারো।

সে আগুনে সকলে ডোবেনা, তুমি একা ডুবে যেতে পারো...

0 comments:

Post a Comment