Thursday 2 April 2020

টুকরো সৃজা

* ব্যাখ্যা করে ক্লান্ত। ফলে বলব না আর খুলে-
কেন তুমিই রইলে আমার দুঃখ পাওয়ার মূলে                                    

*তোমার ইচ্ছে নেই। আমারও ভরসা নেই জোরে...
তাই একা ভালবাসি; পুড়ে যাই ভেতরে ভেতরে

* যেসব কান্না আজও বৃষ্টিতে ঢাকে,
সেই অসহায়তায় রেখেছি তোমাকে।

*হাসলে যে ফুলঝুরি, তার চোখই মাঝরাতে লাল
বাইরে দেখতে সুখী, ভেতরে ব্যথার কঙ্কাল...

* থাকার যে লোক, এমনি থাকে। ফেরার মানুষ ফেরে
কি লাভ হবে বল তো দেখি- রোজ নিজেকে মেরে?

*ব্যাখা করা অদরকারী। বোঝার মানুষ হলে,
চোখের দিকে তাকিয়ে সে লোক সবটা দেবে বলে...

* বেশ তো আছি। হাসির আওয়াজ যাচ্ছে কানে শোনা?
ঠিক কতটা কষ্ট পেলাম- তোমাকে বলব না।

* অথচ তোমায় আজও ভালবাসি আমি
এত সব ব্যথা, এত সব ভিড় ঠেলে!
ঘুমের মধ্যে এখনো স্বপ্ন দেখি-
আমার কান্না দেখে তুমি ফিরে এলে...
চোখের সামনে এখনো সবটা দেখি-
তুমি যাচ্ছিলে, ছেড়ে চলে যাচ্ছিলে।

*গা পুড়ে যায় পুড়ুক তবু ছাই হবো না মোটে
জ্বরের ঠোঁটে এসব দিনে নতুন প্রলাপ ফোটে
বাড়াবাড়ি করবে পারদ, পেরিয়ে যাবে ঘর
তোমার চোখে রাগ দেখেছি। ছোঁয়াতে ঈশ্বর... ❣

*আজও অসুখিনী পায়ে পায়ে হাঁটে, পেরোতে পারেনা পথও
নিজের ব্যথাতে ওষুধ না দিয়ে, ঢাকে অন্যের ক্ষত।
ভালবাসলেই হবে সে মায়ের মত।

* পালিয়ে যাবার অনেক উপায়, সব কি সবাই শেখে?
কেউ ধার নেয় স্বেচ্ছামরণ, কেউ কবিতা লেখে।

* মুচকি হেসে তাকিয়ে থাকে এবং বেড়ায় দৌড়ে
উদ্ধত মেয়ে বাইরে কঠিন, ভেতরে আটপৌরে

* সব্বাই ছেড়ে দেবে একা, একাই তো ঝড় সামলাবো...
শুধু খুব ভয় পেয়ে গেলে, মাঝরাতে তোর কাছে যাব।

* কিছুটা দেখতে পাই, বাকিটা ঝাপসা হয়ে থাকে
হঠাৎ কান্না পেলে চশমাটি বাঁচায় আমাকে।

*ভালবাসা ফিরে যায়, থাকে মায়াটাই
তোমাকে বাঁচাই আর নিজে মরে যাই।

* ব্যথার ওপর ছেটাচ্ছি বিষ, ক্ষতর ওপর নুন প্রলেপ
মরার চেয়েও অনেক কঠিন মরতে চাওয়ার পদক্ষেপ।

* লুকিয়ে রেখে লাভ কি হবে? তার চেয়ে আনো কাছে...
আমার ব্যথায় এখন শুধুই ক্লান্তি জমে আছে।
যন্ত্রণাকে জড়িয়ে ধরি, দুঃখ প্রিয়জন।
আমার কি স্রেফ ঘর গিয়েছে? মন ভেঙেছে, মন...

* মান অভিমান ঝগড়া হবার পরেও
যার কাছে ঠিক ফিরতে পারে মন,
ঝড় ঝাপটা পেরিয়ে ওঠা চোখের
তার মতো এক বন্ধু প্রয়োজন।

 *তুমিও যেদিন ক্লান্ত হবে আর হারাবে খেই,
বুঝবে- কেন ভাঙা মনের সুযোগ নিতে নেই
না শুকোনো কারোর ঘায়ে আঘাত দিতে নেই
জড়িয়ে নিতে না শিখলেও, পুড়িয়ে দিতে নেই...
কষ্ট দিতে নেই গো। এমন কষ্ট... দিতে নেই।
একটা দুটো মিথ্যে বলি, মিথ্যে বলা ভালো।
আমার ঘরে সুখ ছাপোষা, দুঃখেরা জমকালো...
তাই কান্না গিলে মিথ্যা বলাই ভালো।

*এত ভাল হও যে আঘাতদায়ীও লজ্জা পাক, এত আলো হও যে বিশ্বাসঘাতকেরও মাথা নীচু হয়ে আসুক।

*একটা দুটো মিথ্যে বলি, মিথ্যে বলা ভালো।
আমার ঘরে সুখ ছাপোষা, দুঃখেরা জমকালো...
তাই কান্না গিলে মিথ্যা বলাই ভালো।

*হঠাৎ বৃষ্টি নামে, একা একা ভিজে যায় চোখ
নীলচে শরীর থেকে খসে পড়ে ব্যথার পালক;
কাঁচ ভেঙে চুরমার। ভালবাসা ছটফট ক'রে
কিচ্ছু না বলে আজও মরে যায় ভেতরে ভেতরে।

*মানুষ মানুষ মানুষ
কত মানুষ চতুর্দিকে!
তবু ভালবাসার একই অভাববোধ

আমার ভাল্লাগেনা জানো,
তবু তোমাকে সামলানো-
যেন মরার আগেও একটু প্রতিরোধ

0 comments:

Post a Comment