Thursday 2 April 2020

শুধু তুই - সৃজা ঘোষ

তুই শুধু ভাল হয়ে ওঠ। অসুখ তো আমার অতিথি।
তেমন হলে বয়ে নেব আমি ভয় জোড়া সব গাঢ় শীতই

তুই শুধু গান গেয়ে চল। মৌনতা সাজে না ও চোখে
তেমন হলে আমি বলে যাব কারা কারা দায়ী ছিল শোকে!

তুই শুধু সাবধানে থাক। আমার তো ছাদই গেছে উড়ে
তেমন হলে ছাই হব আমি সব ভুল অপমানে পুড়ে।

তুই শুধু শান্ত হয়ে যা। এর বেশি চাওয়া নেই আজ
তেমন হলে সয়ে নেব আমি বিনা মেঘে সবকটা বাজ

তুই শুধু হাসিটুকু রাখ৷ দূর থেকে যেন যায় দেখা
তেমন হলে রয়ে যাব আমি এই জ্বরে... ঠিক... একা একা

তুই শুধু সাহসী হ শেষে, প্রিয় দুটো চোখে বোঝা টান
তেমন হলে ডুবে যাব আমি কাটিয়ে এ শেষ অভিমান।

তুই শুধু ঘর খুঁজে পা। আমার তো সবই গেছে ঝড়ে
তেমন হলে সরে যাব আমি, কত লোকই কতভাবে মরে

তেমন হলে মরে যাব আমি। তুই বাঁচ আমার অক্ষরে

0 comments:

Post a Comment