Thursday, 2 April 2020

মরবার আগে যেন তোকে দেখে যাই- সৃজা

রাতের শরীর পুড়ে খাক হয়ে গেছে
যেন আর ভয় নেই, নেই মৃতদেহ
কান্নার এপিটাফে বরফ পড়েছে
এভাবেই অসময়ে ভালবেসে যেও।

আগুনে আগুনে যদি হয়ে যাই ছাই,
পুরনো গানের মানে ভরে দিও চোখে
এই মৃত পৃথিবীর সব ভেসে গেলে(ও)
আমাদের ভালবাসা দেখে যেন লোকে।

তুমি যেন ঝড়ে পাওয়া প্রাচীন অতিথি
মায়াকে সরিয়ে দিলে জুড়ে বসো আরও!
ক্ষতয় ক্ষতয় ভেঙে যাওয়া পরিমিতি
গাঢ় ভালবাসা দিয়ে ঢেকে দিতে পারো

অভিমান জড়ো করে কার্নিশে থামি,
মৃত্যুর মুখ থেকে টেনে নিয়ে আসো।
প্রেমিকের চোখে জল চায়না আগামী...
পারোনা শাস্তি দিতে, তাই ভালবাসো

দেখা হবে কান্নায়, এক গলা জলে
জুড়ে যাবে আলোকিত সেতু আছে যত
দেখা হবে নিভৃতের শেষ কোলাহলে
ভালবাসা এত প্রিয়, এত তথাগত।

আমার ব্যথার গাছে কাল খুব রাতে
একটা জোছনা ফুল ফুটে গেল বুঝি...
রক্ত মোছার পরে পুরনো আঘাতে
ভালবাসা দিয়ে ঠাসা ঔষধি খুঁজি।

ভয় ভেঙে দিতে তবে তুই এসেছিলি?!
রাতের শরীর পুড়ে খাক হল তাই...
আর কিছু চাইছি না জীবনের থেকে-
মরবার আগে যেন তোকে দেখে যাই
মরবার আগে যেন তোকে রেখে যাই।।  ❤

0 comments:

Post a Comment