Saturday, 4 April 2020

হৃদয় অবাধ্যমেয়ে- মন্দাক্রান্তা সেন

হৃদয় অবাধ্যমেয়ে
ওকে   কোনও  পড়া বুঝিও না
বইখাতা ছিঁড়ে একশা , থুথু  দিয়ে  ঘ'ষে
মুছে ফেলেছে  গাঢ়  বিধিলিপি ।
নীল ব্যাকরণের পাতায়
লিখে রেখেছে ছেলেদের নাম....
এমন কি , ছবিও !

হৃদয়  অবাধ্যমেয়ে
তাকে কি শাস্তি  দেবে , দিও ।

0 comments:

Post a Comment