Friday, 3 April 2020

ভালবাসা- অরণি বসু

শুধু হাসি-মশকরা দিয়ে তো আর দিন চলেনা
অভিমান আসে, অভাব এসে খেলা দেখায়।
মনখারাপ তো কাঠবেড়ালি, আসে আর যায়।
রাগ চোখ পাকায়
ছুটে আসে অপমান, জ্বালা ধরিয়ে দেয় গায়ে।

আমি উন্মুখ হয়ে থাকি ভালবাসার জন্যে-
নিঃশ্বব্দে ভালবাসা এসে পাশে বসে
মাথায় হাত বুলিয়ে দেয়
জানি চলে যাবে তবু বলি, যেওনা ছুঁয়ে থাকো
বলি, সামান্য লোহাকে সোনা করে দাও
ভালোবাসাই শুধু পারে অন্ধকে হাত ধরে রাস্তা পার করে দিতে।

0 comments:

Post a Comment