Saturday, 4 April 2020

হৃদপিণ্ড এক ঢিবি মাটি- জয় গোস্বামী

হৃদপিণ্ড–এক ঢিবি মাটি
তার উপরে আছে খেলবার
হাড়। পাশা। হাড়।

হৃদপিণ্ড, মাটি এক ঢিবি
তার উপরে শাবল কোদাল চালাবার
অধিকার, নিবি?

0 comments:

Post a Comment