Thursday, 2 April 2020

(সৃজা ঘোষ)

পৃথিবীর অন্যপ্রান্তে ফুটে উঠছে আলো
ঘুম ভাঙছে মফঃস্বলের, ঘুম ভাঙছে পাড়ার
আয়না জুড়ে অন্যরকম প্রতিবিম্ব, ঢালও
অসম্ভবের দরজা খুলে ঢুকে পড়ল কারা!

বসন্তের কারুকার্য রক্তে ফুটে ওঠে
চতুর্দিকে অসুখ বিসুখ, দীর্ঘ মহামারি
ভোরের আগেই ঠান্ডা চোখে কৃষ্ণচূড়া ফোটে
বিপদ এখন আরামপ্রদই, হাওয়ায় নেশা ভারি

অনন্ত এই ভুবনডাঙা শান্ত হলে গানে
মৃত গাছের কোটর থেকেই কোকিল যাবে চুরি
অন্ধ হয়েও যেকটা লোক রঙের হদিশ জানে
তাদের কাছে সব আগুনই - ব্যার্থ বাহাদুরি...

কয়েক জন্ম পেছন দিকে ছুটতে হবে বুঝি
অনুসঙ্গ ভাল জিনিস, চিনতে শেখায় জল।
আয়না ভেঙে বসন্তদিন দাঁড়ায় সোজাসুজি
ঘুমিয়ে পড়ে দূরের পাড়া, কাছের মফঃস্বল

0 comments:

Post a Comment