Thursday 2 April 2020

বিদায় বন্ধু - সৃজা

তোর কাছে দেখি ফিরে আসে চেনা আলো
তাই, আমার আকাশে নিভে যায় খুশি, তারা
জানি চলে যাবি। চলে যাওয়াটাই ভালো
শুধু, আমার কাছে তো কেউ নেই তুই ছাড়া!

সেই পুরনো মায়াটি জড়ালে আগের মত,
তোর চোখে মুখে জমা সব মেঘ যাবে সরে।
আমি ক্ষণিকের লোক, ভুলে যাবি ক্রমাগত...
শুধু, স্মৃতিটুকু থাক অক্ষরে অক্ষরে৷

এই জীবন আবারও চোরাবালি হয়ে আসে
সব অভিমান মিলে চেপে ধরে রাখে পা,
ছুটে যেতে চাই, যেতে চাই তোর পাশে
আমি একা লোক... আর পেরে উঠি না।

দূর থেকে দেখি পুরনো একটা খুশি
তুই ভেসে যাবি, আমি বেছে নেব ক্ষয়;
তাই আজন্মকাল দুঃখটুকুই পুষি
তবু তোর কাছে সব বলার ইচ্ছে হয়।

আর কিচ্ছু চায় না এই জীবনের ক্ষত
শুধু পাশে দাঁড়ানোর একটা মানুষ ছাড়া,
যে ধুম জ্বরে মাথা ধুইয়ে দেবার মত
আর সাড়া না পেলেই জড়ো করে নেবে পাড়া।

জানি সবটুকু তুই ভুলে যাবি একে একে-
কিভাবে বেঁধেছি, কিভাবে ডেকেছি তোকে?
পরিচিত লোক ফিরে এসে গত রাতে
আবারও তোর ওই বুকের বাঁদিকে ঢোকে।

ভয় এসে জমে চোখেদের ধার ঘেঁষে
আমি আজও সব ব্যথা বয়ে নিতে পারি!
তোরা ভাল থাক। ভাল থাক সবশেষে।
কেননা তোদের ভাল থাকা দরকারি।

তাই, আমার সঙ্গে আজ থেকে তোর আড়ি...
এবার আমার সরে যাওয়া দরকারি
কিচ্ছু না বলে মরে যাওয়া দরকারি।

0 comments:

Post a Comment