Thursday 2 April 2020

তোমার করণীয় যা - সৃজা ঘোষ

অনেকগুলো যন্ত্রণাকে এক করেছি আমি
ভেতর থেকে দরজা দেওয়া এই এতকাল ধরে
হলুদ আলোর নীচে আমায় জড়িয়ে নিও তুমি
বুঝিয়ে দিও- মানুষ আজও আদর পেলে পোড়ে।

হলুদ আলোর নীচে আমায় অবুঝ করে নিও
পায়ের কাছে আকাশ দিও, মাথার দিকে মাটি
পাথর চোখে হঠাৎ যদি জল এসে যায় প্রিয়
বুঝবে মুখে মিথ্যে ছিল, দৃষ্টি পরিপাটি।

আমার ইতিহাসের পাতায় ধ্বংসাবশেষ, ক্ষত
অনেকগুলো দুর্ঘটনায় আশঙ্কা আর ভীতি...
কিন্তু তুমি হাত ছোঁয়াতেইই কেমন করে যেন
যত্নে আমার দুঃখ হল অশ্বক্ষুরাকৃতি!

নরম যত প্রেম ছিল সব বিক্রি হতে হতে
তখন আমি হাঁটতে জানি মৃত্যুভয়ও ফেলে
এক্কেবারে ভুলেই গেছি ছাইতে আগুন চাপা
আচমকা তাই টান বুঝিনি যখন তুমি এলে...

শাসন এসে রাতবিরেতে চাদর দিল জ্বরে
ঘুমের ভেতর স্পর্শে জেগে উঠল গোটা পাড়া
কি এক লোভে আমায় সবাই কষ্ট দিত শুধু
এই তো প্রথম একটা ডাকেই পেলাম কারোর সাড়া

মুখের দিকে তাকিয়ে ছিলে, আমিই অবিশ্বাসী।
ভেবেছিলাম সবাই একই- স্বার্থপূরণ হলে,
দিব্যি প্রিয়তমার বুকে আগুন জ্বেলে দিয়ে
নিরুত্তাপের সাগর নিয়ে সে ঠিক যাবেই চলে

তাই শুনিনি, এড়িয়ে গেছি। শুধু আড়াল থেকে
তোমার দিকে গান ছুঁড়েছি এমন অভিমান
বন্ধ চোখে অনেকটা তো এগিয়ে এলাম আমি
এবার তুমি বোঝাও ভালবাসার পরিমাণ

সামনে এসে দাঁড়াও এবার, ফলাও অধিকার
সোহাগ জড়াও এমন যেন কাঁদতে গিয়েও হাসি
আমাদের এই দারুণ প্রেমে বেঁচে উঠুক সব
কাঁটায় মোড়া প্রাচীর ভেঙে আসুক পরবাসী।

হলুদ আলোর নীচেই আমায় প্রমাণ করো ভুল
নরম কোনো শাস্তি ছুঁইয়ে চুপ করিয়ে নাও...
ব্যথায় তোমায় ফিরিয়ে দিয়ে ভুল করেছি আমি
এবার এসো- এক আদরে সহজ করে দাও।
-
-দ্বিতীয় কাব্যগ্রন্থ (আদরে সহজ করে দাও)

0 comments:

Post a Comment