চিত্রের চেয়েও আমি চিত্রকল্প বেশি ভালোবাসি।
দিনের চেয়েও রাত্রি। রাত্রির চেয়েও বেশি চাঁদ।
ভালোবাসি সত্যের চেয়েও বেশি এমন প্রমাদ,
যার মধ্যে বিচ্ছুরিত মগ্ন স্বপ্নরাশি।
এভাবে একদা কি ভালোবেসেছিলাম তোমার অভাব?
তুমি জানো নাই, প্রিয়তমা,
তোমার চেয়েও বেশি ভালোবাসি তোমার উপমা।
--এর কোনো চারা নেই, এরকমই আমার স্বভাব।
ওগো চিত্রকল্প, তুমি এসেছিলে দশটার অফিসে,
ফলশার বেগনি মেখে, শৈশবের বলের মতন,
গিয়েছিলে হারিয়ে তারপর ঘাসের সবুজে মিশে।
সেই বলটির খোঁজে লক্ষ বছর আমি ক'রে দেবো পার,
সেই বলটির খোঁজে করবো সর্বস্ব সমর্পণ,
সেই বলটির খোঁজে পৃথিবীতে ফিরে আসতে আকাঙ্ক্ষা আবার।।
0 comments:
Post a Comment