Thursday, 2 April 2020

সৃজা ৩

এভাবে বলে নি কেউ, কেউ তো বলেনি এইভাবে-
ঝড় টড় পার করে আমাকে সঙ্গে নিয়ে যাবে!
রাগ হবে তবু চোখে বাঁচবে নিখাদ আশ্রয়
আমাকে না চেনো যদি, জানোই নি- প্রেম কিসে হয়...

এভাবে বাঁধেনি কেউ যত্নের স্বরলিপিটিতে
এভাবে নেয় নি কেউ নির্জনে, গাঢ় সন্ধিতে
এভাবে হয়নি কথা চোখেদের আলো দিয়ে ঘিরে
এভাবে যাবার কালে কেউ তো দেখেনি ফিরে ফিরে!

এভাবে বলেনি কেউ ভালবাসি, খুব ভালবাসি
এভাবে বোঝেনি ব্যথা- কেন চিৎকারে থেমে আসি!
এভাবে রাখে না কেউ সব খাতে, সব অভ্যেসে
এভাবে চায় নি কেউ প্রতি কটা রাত্তির শেষে

এভাবে টানেনি কেউ যাতে মুশকিলই হয় ছাড়া
এভাবে জড়িয়ে কেউ দেয় নি যত্ন বা পাহারা
এভাবে কাঁদে নি কেউ আমাকেও হারাবার ভয়ে
এভাবে আদর করে রাখেনি সাহসে... প্রত্যয়ে...

এভাবে দেখে নি কেউ- অভিমানে আভরণহীনা
কেন চুপ করে থাকি, একটাও প্রশ্ন করি না!
এভাবে খোঁজে নি কেউ ঘুম ভাঙা ওলটে পালটে
তীব্র স্লোগানে আর একাকিত্বের নীল জোটে

এভাবে মারেনি কেউ, কেউ তো মারে নি এইভাবে-
যেভাবে হত্যা হলে আজীবন বেঁচে যাওয়া যাবে।
বিষে তো অর্ধমৃত অথচ রাখি না প্রাণে ফাঁকি
আমাকে না নাও যদি, শিখবে না- ভালবাসাটা কি?

-©সৃজা

0 comments:

Post a Comment