Thursday 2 April 2020

ঘুম এনে দাও- সৃজা ঘোষ

রাত যত বাড়ে, তত একা হয় লোকে
ঈশ্বর, ঘুম দাও অভিমানী চোখে।

হাওয়ার মধ্যে রাখো বিষ ঔষধি
স্বপ্নতে দুটো গাছ, ফুল, প্রিয় নদী

এত ব্যথা তবু পাতা ভারী হয় কই!
চিৎকার করে ডাকি, শোনো না কিছুই?

ভোর যত কাছে আসে, তত বাড়ে ভীতি
অভিনয় ক্লান্তিরই নীরব জ্যামিতি

চাঁদ জানে শুতে যাই হাতজোড় করে
অনুরোধে ঘুম রাখি, নেশা- অক্ষরে

মৃত্যুটি পাপ বলে যাই না সে স্রোতে
ভালবাসবার তুলো ভেজে রক্ততে;

কোনখানে গেলে বলো ঘুম পাওয়া যাবে
ক্লান্তি রাস্তা চিনে ঠিক পৌছাবে।

ক্ষতর দিব্যি- শুধু এটুকুই চাওয়া
বিশ্বাস করে ঠকা, ঘুমে জিতে যাওয়া

পাশ ফিরে বলব না- কেউ নেই কেন
শুধু তার আগে চোখ লেগে আসে যেন

মাথায় বোলানো হাত? চাইছি না তাও...
তুমি শুধু দয়া করো, ঘুম এনে দাও

0 comments:

Post a Comment