Saturday 4 April 2020

অলংকার- অরুণ মিত্র

কবিতায় কথা বলি, তা নাকি তক্ষুনি হয়ে যায়
অলংকার। তবে এই অলংকারই পরো।
এ-সজ্জা বানাতে আমার তো দিন যায় রাত যায়
বিন্দু বিন্দু রক্ত যায় ; একবার পরে দেখতে পারো
কোথায় তা ঠিকরোয় আলো, প্রসাধনে,
না তোমার হৃৎপিণ্ডে? হাজারটা কোণ
চামড়াকে আদর করে, না রক্তাক্ত পথ ধরে
হাড়ে বেঁধে? পরো, পরে দ্যাখো।

0 comments:

Post a Comment